গাজীপুরে অবৈধভাবে নির্মিত ১২০টি ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করেছে যৌথ বাহিনী।
Published : 26 Nov 2024, 08:48 PM
গাজীপুরে অভিযান চালিয়ে ৬ একর বনভূমি উদ্ধারের তথ্য দিয়েছে পরিবেশ মন্ত্রণালয়।
মঙ্গলবার এ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বলেছে, গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর পূর্ব বিটের কাপিলাতলী মৌজায় যৌথ বাহিনীর অভিযানে বনভূমি উদ্ধার করা হয়।
গাজীপুর জেলা প্রশাসন গাজীপুর ও শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে সেনাবাহিনী, র্যাব, বন বিভাগ ও পুলিশ নির্মাণাধীন ও সদ্য নির্মিত ১২০টি অবৈধ ঘরবাড়ি ও স্থাপনা উচ্ছেদ করেছে। এতে ৬ একর বনভূমি দখলমুক্ত হয়, যার বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা।
বনভূমি, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও পরিবেশ মন্ত্রণালয় জানিয়েছে।