ঢাকা শহরে মোট কত মানুষের বসবাস সেই অস্পষ্টতা ঘুচেছে নতুন জনশুমারির সংখ্যায়; বর্তমানে রাজধানীর জনসংখ্যা ১ কোটি ২ লাখের বেশি।
বুধবার প্রকাশ করা ২০২২ সালের জনশুমারিতে দেখা যায়, ঢাকার দুই সিটি করপোশেন এলাকায় বর্তমানে ১ কোটি ২ লাখ ৭৮ হাজার ৭০৮ জন বসবাস করছেন।
এর মধ্যে উত্তর সিটি করপোরেশনের জনসংখ্যা ৫৯ লাখ ৭৯ হাজার ৫৩৭ জন, যা ১২টি সিটি করপোশেনের মধ্যে সর্বোচ্চ।
অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বাসিন্দাদের সংখ্যা ৪২ লাখ ৯৯ হাজার ৩৪৫ জন।
ঢাকার দক্ষিণ সিটিতে উত্তরের চেয়ে জনসংখ্যা কম হলেও জনঘনত্ব বেশি; পুরান ঢাকা নিয়ে গঠিত দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় প্রতি বর্গ কিলোমিটারে ৩৯ হাজার ৩৫৩ জন মানুষ বাস করে।
সিটি করপোশেনগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা বরিশাল মহানগরীতে; ৪ লাখ ১৯ হাজার ৩৫১ জন।
দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা চট্টগ্রামে ৩২ লাখ ২৭ হাজার ২৪৬ জন বাস করেন।
অন্যগুলোর মধ্যে কুমিল্লায় সিটিতে ৪ লাখ ৩৯ হাজার ৪১৪ জন, গাজীপুর সিটিতে ২৬ লাখ ৭৪ হাজার ৬৯৭ জন, খুলনা সিটিতে ৭ লাখ ১৮ হাজার ৭৩৫ জন, ময়মনসিংহ সিটিতে ৫ লাখ ৭৬ হাজার ৭২২ জন, নারায়ণগঞ্জ সিটিতে ৯ লাখ ৬৭ হাজার ৭২৪ জন, রাজশাহী সিটিতে ৫ লাখ ৫২ হাজার ৭৯১ জন, রংপুর সিটিতে ৭ লাখ ৮ হাজার ৩৮৪ জন এবং সিলেট সিটিতে ৫ লাখ ৩২ হাজার ৪২৬ জন মানুষ থাকেন।
সিটি করপোশেনগুলোর মধ্যে কম ঘনবসতিপূর্ণ রংপুরে প্রতি বর্গ কিলোমিটারের জনসংখ্যা ৩ হাজার ৪৪৪ জন।
আট বিভাগের মধ্যে ঢাকায় সর্বোচ্চ ৪ কোটি ৪২ লাখ ১৫ হাজার ১০৭ জন এবং সর্বনিম্ন বরিশাল বিভাগে ৯১ লাখ ১০২ জন মানুষ বসবাস করে।