আইএমএফ এর সঙ্গে আলোচনার ফলাফল কী হল, তা দুপুরে আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ ব্যাংক।
Published : 19 Oct 2023, 12:55 PM
ঋণের দ্বিতীয় কিস্তি ছাড়ের আগে প্রথম কিস্তির অর্থের ব্যবহার দেখতে আসা আইএমএফ এর রিভিউ মিশন বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমাপনী বৈঠক করেছে।
বৃহস্পতিবার বেলা ১০টা থেকে শুরু হওয়া এ বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদের নেতৃত্ব দেন গভর্নর আব্দুর রউফ তালুকদার।
অন্যদিকে ১৩ সদস্যর আইএমএফ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিশন প্রধান রাহুল আনন্দ।
ঋণ চুক্তিতে থাকা বাংলাদেশের প্রথম কিস্তির অর্থ ব্যবহারের অগ্রগতি দেখে পরবর্তী কিস্তি ছাড়ের জন্য আইএমএফ এর আর্টিকেল-ফোর এর অধীনে রিভিউ মিশনের প্রতিনিধি দলটি বাংলাদেশে আসে গত ৪ অক্টোবর। বৃহস্পতিবার তাদের সর্বশেষ বৈঠকে দ্বিতীয় কিস্তির শর্ত চূড়ান্ত করা হয়।
আগামী জুনের মধ্যে বাংলাদেশের নিট রিজার্ভ কত থাকতে হবে, খেলাপি ঋণের হার, মূল্যস্ফীতি হার কমিয়ে আনা, বিনিময় হার বাজারমুখি করার বিষয়ে নীতি নির্ধারণী লক্ষ্যমাত্রা চূড়ান্ত করে বাংলাদেশ ব্যাংক।
আইএমএফ এর সঙ্গে আলোচনার ফলাফল কী হল, তা দুপুরে আনুষ্ঠানিকভাবে জানাবে বাংলাদেশ ব্যাংক।
এর আগে গত মে মাসে অগ্রগতি দেখতে এসেছিল রিভিউ মিশন। সেই সফর শেষে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ), রেসিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় দেওয়া এই ঋণের রিভিউ দেখে বছরের শেষে সম্ভাব্য পরবর্তী কিস্তি ছাড় করা হবে।
৪৭০ কোটি ডলারের ঋণ চুক্তি অনুমোদনের পর গত ফেব্রুয়ারি মাসের শুরুতে প্রথম কিস্তির ৪৭ কোটি ৬২ লাখ ডলার পায় বাংলাদেশ। ঋণের শর্ত হিসেবে বেশ কিছু আর্থিক ও নীতি সংস্কারে মধ্যে দিয়ে যেতে হয় বাংলাদেশকে।
এর মধ্যে ছিল বৈদেশিক মুদ্রার বিনিময় হার বাজারমুখী করা, ব্যাংক ঋণে সুদ হারের ৯ শতাংশের সীমা তুলে দেওয়া, ব্যাংক ঋণের ঝুঁকিভিত্তিক সম্পদের তথ্য প্রকাশ, রিজার্ভের হিসাব আইএমএফ স্বীকৃত পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী করে প্রকাশ, ব্যাংক খাতে খেলাপি ঋণ কমিয়ে আনা, পুঁজিবাজারের উন্নয়ন ইত্যাদি।
ঋণ আলোচনার আগে ও পরে আইএমএফ শুধু সরকার, মন্ত্রণালয়, সরকারি দপ্তর ও নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেছিল।এবার আসা রিভিউ মিশনের প্রতিনিধিরা প্রথমবারের মত ব্যাংক খাতের নির্বাহীদের সঙ্গে সরাসরি বৈঠক করেন। আলোচনা শেষে প্রধান কার্যালয় থেকে ঋণের দ্বিতীয় কিস্তির বিষয়ে সিদ্ধান্ত জানাবে আইএমএফ।