আগের দুই দিনের তুলনায় রিটার্ন দাখিলকারীর উপস্থিতি বেড়েছে।
Published : 07 Nov 2023, 11:26 PM
ঢাকার নয়া পল্টনে রিজ আহমেদ স্কয়ার ভবনের ১৫ তলায় ১২টি বুথ ও তথ্যকেন্দ্র নির্মাণ করে সেবা দেওয়া হচ্ছে। কর মাস উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এ কর অঞ্চলে সব ধরনের সেবা পাচ্ছেন করদাতারা।
স্টিলের ফ্রেম দিয়ে সারি সারি ১২টি বুথ বানিয়ে করদাতাদের চাহিদা অনুযায়ী রিটার্ন জমায় সাহায্য করছেন কর অঞ্চল ১৫ এর কর্মকর্তারা।
তথ্য বুথ বসিয়ে তিনজন সহকর্মী নিয়ে করদাতাদের প্রয়োজনীয় তথ্য দিচ্ছেন কর পরিদর্শক ডলি ভূঁইয়া। তিনি বলেন, মঙ্গলবার আগের দুই দিনের তুলনায় রিটার্ন দাখিলকারীর উপস্থিতি বেশি ছিল।
এর আগের দুই দিনের উপস্থিতি তুলনামূলক কম ছিল জানিয়ে তিনি বলেন, অবরোধের কারণে সেবা মাসের শুরুতে করদাতারা এসেছেন কম। তবে এমনিতেই মাসের প্রথম দিকে করদাতাদের উপস্থিতি কম থাকে।
কর দিতে আসা সাবেক ব্যাংকার আজিজুর রহমান জানান, সারা বছর আয়কর দেওয়ার সুযোগ থাকলেও কর কর্মকর্তাদের সহযোগিতা নেওয়ার জন্য মেলায় গিয়ে রিটার্ন দাখিল করতেন। এখন মেলা না হওয়ায় কর অঞ্চলে এসে কর কর্মকর্তাদের সেবা নিয়ে রিটার্ন দাখিল করেন।
তবে মেলায় সেখানে আরও বেশি স্বতস্ফূর্ত পরিবেশ থাকে বলে মনে করেন তিনি।
সেবা মাসে কী সেবা দেওয়া হচ্ছে জানতে চাইলে ডলি ভূঁইয়া বলেন, কর অঞ্চলে পুরো মাসব্যাপী রিটার্ন ফরম বিতরণ করা হচ্ছে এবং তা পূরণে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে।
এছাড়া রিটার্ন দাখিলকারীকে ই-চালান, অনলাইনে ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পরিশোধে যেকোনও সমস্যা সমাধানে সহযোগিতা করা হচ্ছে বলে তিনি জানান।
রিটার্ন দাখিলের মাস নভেম্বরে সেবা মাস আয়োজন কার্যক্রমের আহবায়ক অতিরিক্ত কর কমিশনার মো. মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করদাতাদের সেবা দিতে আমরা আগেই থেকেই প্রস্তুতি শুরু করেছি। যেসব কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাদেরকে আগে থেকেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা করদাতাদের যাবতীয় সহযোগিতা করতে পারেন।
সার্বিকভাবে আয়কর সেবার মাস নভেম্বরে কর অঞ্চলগুলোতে রাজস্ব কর্মকর্তারা কর সেবা দিচ্ছেন।
গতবারের মতো এবছর ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে করসেবা দিচ্ছেন কর্মকর্তারা।
কর সেবা মাস উপলক্ষে প্রতিটি কর অঞ্চলে বিশেষ আয়োজন করে রিটার্ন গ্রহণের জন্য বুথ তৈরি করা হয়েছে।
হালনাগাদ তথ্য অনুযায়ী বর্তমান দেশে টিআইএনধারীর সংখ্যা প্রায় ৯০ লাখ। এরমধ্যে কর অঞ্চল ১৫ এর আওতায় টিআইএনধারীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৭৯০ জন। অর্থবছরের শুরু থেকে এ পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ১০ হাজার ১০৮ জন। এ অঞ্চলে গত ২০২২-২৩ অর্থবছরে ৬১ হাজার ৬৯০ জন করদাতা রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানিয়েছে, সব কর অঞ্চল ছাড়াও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ থেকে ১৪ নভেম্বর সচিবালয়ে ও অফিসার্স ক্লাবে এবং ১৯ থেকে ২৩ নভেম্বর পরিকল্পনা কমিশনে রিটার্ন গ্রহণ বুথ করে রিটার্ন জমা নেওয়া হবে।
এছাড়াও ১৫ ও ১৬ নভেম্বর দুদিন সেনাবাহিনীর কর্মরতদের জন্য সেনা মালঞ্চে বুথ করে রিটার্ন জমা নেওয়া হবে। প্রতিটি বুথে নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন করতে পারবেন।
এছাড়া অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। যে কোনো সমস্যায় হটলাইন নম্বরে (০৯৬১২৭১৭১৭১) ফোন করে ই-রিটার্ন সম্পর্কে পরামর্শ গ্রহণ করা যাবে।