”দেশের রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে যাবে সেটি নিয়েও সাধারণ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সবকিছুর প্রতিফলন দেখা যেতে পারে বিনিয়োগ কমার ক্ষেত্রে,” বলেছে সংস্থাটি।
Published : 23 Apr 2025, 08:16 PM
ছাত্র-জনতার আন্দোলনে রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে অস্থিরতার জের এখনও টানছে বাংলাদেশের অর্থনীতি; বিনিয়োগে খরা আর ব্যবসা-বাণিজ্যে ধীরগতির পাশাপাশি উচ্চ মূল্যস্ফীতির প্রভাবে চলতি অর্থবছর শেষে অর্থনৈতিক কার্যক্রমের প্রবৃদ্ধি আরও কমবে বলে আভাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
চলতি ২০২৪-২৫ অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন-জিডিপি প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৩ শতাংশে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে উন্নয়ন সহযোগী সংস্থাটি।
কোভিড মহামারীর আগে ২০১০ সাল থেকে ৬ শতাংশের বেশি প্রবৃদ্ধি বজায় রাখা বাংলাদেশে এতটা কম প্রবৃদ্ধি ২০২০ সালের পর থেকে হয়নি। মহামারীকালীন সময়ে ও পরেও জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের বেশি ছিল।
এর আগে অক্টোবরে প্রবৃদ্ধি ৪ শতাংশ হওয়ার আভাস দিয়েছিল বিশ্ব ব্যাংক।
প্রবৃদ্ধি এতটা নিচে নেমে যাওয়ার বিষয়ে সংস্থাটি জুলাই-অগাস্টে সরকার বিরোধী আন্দোলন ও হঠাৎ সরকার পরিবর্তনের কারণে উদ্ভূত সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন বিষয়কে সামনে এনেছে।
তবে বুধবার উন্নয়ন সহযোগী সংস্থাটি বলছে, আগামী ২০২৫-২৬ অর্থবছর শেষে প্রবৃদ্ধির কিছুটা উন্নতি হবে, তা ৪ দশমিক ৯ শতাংশ হতে পারে। গত অক্টোবরের পূর্বাভাসের নিরিখে উভয় অর্থবছরেই আগের পূর্বাভাসগুলো কমানোর কথা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে।
‘সাউথ এশিয়া ডেভেলপমেন্ট আপডেট: ট্যাক্সিং টাইমস’ শীর্ষক সবশেষ এ প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির গতিপ্রকৃতি বিশ্লেষণ করে সার্বিক বিষয় তুলে ধরা হয়েছে।
বাংলাদেশে প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে বলা হয়েছে, “প্রাথমিকভাবে গত গ্রীষ্মে সামাজিক অস্থিরতা এবং রাজনৈতিক উত্তেজনা থেকে উদ্ভূত ‘ব্যাঘাতগুলোর’ প্রভাব পড়েছে। ব্যবসা-বাণিজ্য বিঘ্ন হওয়ার ক্ষেত্রে এর যেমন প্রভাব দেখা গেছে তেমনি মূল্যস্ফীতির স্থায়িত্ব বাড়িয়েছে, ব্যাংক খাতের অবস্থার অবনতি ঘটিয়েছে, সরকারের পরিচালনার ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশের রাজনৈতিক ভবিষ্যত কোন দিকে যাবে সেটি নিয়েও সাধারণ অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ সবকিছুর প্রতিফলন দেখা যেতে পারে বিনিয়োগ কমার ক্ষেত্রে।”
বিশ্ব ব্যাংকের আগে চলতি অর্থবছরে প্রবৃদ্ধি কমে ৩ দশমিক ৯ শতাংশে নামবে বলে ৯ এপ্রিল পূর্বাভাস দিয়েছিল এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবিও। এর আগে সেপ্টেম্বর সংস্করণে ম্যানিলাভিত্তিক সংস্থাটি চলতি অর্থবছর শেষে প্রবৃদ্ধি ৫ দশমিক ১ শতাংশ হওয়ার আভাস দিয়েছিল।
শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতেও প্রবৃদ্ধি কমবে তুলে ধরে বিশ্ব ব্যাংক সবশেষ প্রতিবেদনে বলেছে, সামগ্রিকভাবে ২০২৪ সালে দক্ষিণ এশিয়ার অর্থনীতি ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা গত অক্টোবর প্রতিবেদনের প্রক্ষেপিত হারের চেয়ে দশমিক ৪ শতাংশ কম।
বেশির ভাগ দেশে বিশেষ করে বাংলাদেশে সরকারবিরোধী বিক্ষোভ এবং অগাস্টে হঠাৎ করে সরকার পরিবর্তনের ফলে প্রবৃদ্ধির ফলাফল পূর্বাভাসের চেয়ে কম ছিল, বলেছে সংস্থাটি।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ২০২৪-২৫ অর্থবছরে বাজেটে ৬ দশমিক ৭৫ শতাংশ প্রবৃদ্ধি ধরে পরিকল্পনা সাজায়। তবে সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের দিকে গেলে পরিস্থিতি পাল্টে যায়।
শেখ হাসিনা সরকারের পতন হলে অন্তর্বর্তী সরকার দায়িত্বে এসে রাষ্ট্র সংস্কারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি অর্থনীতি মেরামতের কাজেও হাত দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে এখনও ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে কাঙ্খিত গতি আসেনি।
প্রবৃদ্ধি কমে ৪ শতাংশ হওয়ার আভাস বিশ্ব ব্যাংকের
প্রবৃদ্ধি নামবে ৩.৯ শতাংশে, মূল্যস্ফীতি নিয়েও সুসংবাদ নেই এডিবির