বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় রপ্তানি আয় বেড়েছে ৫১ কোটি ডলার বা ৫.১ শতাংশ।
Published : 06 Nov 2024, 11:00 PM
সরকার পতন আন্দোলন ও সরকার পতনের পর সংঘাত সহিংসতার মধ্যে উৎপাদন ব্যাহত হওয়ার আলোচনার মধ্যে বাংলাদেশ ব্যাংক অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বৃদ্ধির তথ্য দিল।
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বরে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে রপ্তানি আয় বেড়েছে ৫ দশমিক ১ শতাংশ।
বুধবার বাংলাদেশ ব্যাংক ব্যালেন্স অব পেমেন্টে রপ্তানির এ তথ্য প্রকাশ করা হয়।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, চলতি অর্থবছর প্রথম তিন মাসে রপ্তানি আয় হয়েছে ১০ দশমিক ৫৬ বিলিয়ন ডলার। আর আগের বছর একই সময় রপ্তানি হয়েছিল ১০ দশমিক ০৫ বিলিয়ন ডলার।
অর্থাৎ আগের বছরের একই সময়ের তুলনায় আয় বেড়েছে ০ দশমিক ৫১ বিলিয়ন ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাবে অবশ্য পার্থক্য আছে। অক্টোবরের শুরুতে সংস্থাটি অর্থবছরের প্রথম তিন মাস জুলাই-সেপ্টেম্বরে মোট ১ হাজার ১৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানির তথ্য দিয়েছিল। আগের বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ৮২ কোটি ডলারের পণ্য। তাদের হিসাবেও রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে ৫ শতাংশ যা ০ দশমিক ৫৫ বিলিয়ন ডলার।
সরকার পতন আন্দোলনকে ঘিরে জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে আন্দোলন সংঘাতে দেশে উৎপাদন ব্যাহত হয়। ৫ অগাস্ট সরকার পতনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হয়। এই সময়টাকে অর্থনীতির ‘ভয়ংকর সময়’ হিসেবে বলাবলি হচ্ছিল।
এর মধ্যে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে গাজীপুর ও ঢাকার সাভারে উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হয়। একের পর এক কারখানায় উৎপাদন ব্যাহতের মধ্যে ১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিলের তথ্য এসেছিল সরকারের তরফে।
আরও পড়ুন
অর্থনীতিতেও ভয়ঙ্কর জুলাই-অগাস্ট
শ্রমিক অসন্তোষ: পোশাক খাতে '১৫ থেকে ২০ শতাংশ অর্ডার বাতিল'
হঠাৎ শ্রমিক আন্দোলনের নেপথ্যে কী?