জনসংখ্যা বাড়ায় এবং ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় মাথাপিছু আয় কিছুটা কমেছে, বলছেন বিবিএসের এক কর্মকর্তা।
Published : 16 May 2023, 09:50 PM
চলতি ২০২২-২৩ অর্থবছরে মাথাপিছু আয় সাময়িক হিসাবে ১ শতাংশ কমে ২ হাজার ৭৬৫ ডলার হওয়ার তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
মঙ্গলবার চলতি মূল্যের হিসাবে চলতি বছরের মাথাপিছু আয়ের প্রাক্কলনের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি। এতে দেখা যায়, ২০২১-২২ অর্থবছরের চেয়ে তা ২৮ ডলার কম। চূড়ান্ত হিসাবে ওই অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৯৩ ডলার।
পরিসংখ্যান ব্যুরোর এক কর্মকর্তা বলছেন, নতুন জনশুমারিতে দেশের জনসংখ্যা বাড়ায় এবং ডলারের উচ্চ মূল্যের বিপরীতে টাকার মান কমে যাওয়ার কারণেই মাথাপিছু আয় কিছুটা কমেছে।
এর আগে ১১ মে সাময়িক হিসাবে চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি হওয়ার কথা জানিয়েছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
চলতি ২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকার ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরলেও পরে তা সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা হয়।
বিবিএসের প্রাক্কলনের তথ্য অনুযায়ী, ডলারের হিসাবে মাথাপিছু আয় কমলেও টাকায় তা ২৯ হাজার ৩৬৭ টাকা বা ১২ শতাংশ বেড়ে ২ লাখ ৭০ হাজার ৪১৪ টাকা হয়েছে (প্রতি ডলার ৯৭ দশমিক ৮১ টাকা ধরে) । গত ২০২১-২২ অর্থবছরের চূড়ান্ত হিসাবে টাকার অংকে মাথাপিছু আয় ছিল ২ লাখ ৪১ হাজার ৪৭ টাকা (প্রতি ডলার ৮৬ দশমিক ৩০ টাকা ধরে)।
সাময়িক হিসাবে জিডিপি প্রবৃদ্ধি কমে ৬.০৩%
২০২১-২২: জিডিপি প্রবৃদ্ধি কমে ৭.১%, ডলারের উচ্চমূল্য কমাল মাথাপিছু আয়
জিডিপিতে ৭.২৫% প্রবৃদ্ধির প্রাক্কলন, মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ ডলার
বিবিএস এর ন্যাশনাল অ্যাকাউন্টিং উইংয়ের পরিচালক জিয়াউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চলতি অর্থবছরের জিডিপির প্রাথমিক হিসাব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর তা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, “২০২২ সালে অনুষ্ঠিত জনশুমারির সমন্বয় করা জনসংখ্যারভিত্তিতে ২০২২-২৩ অর্থবছরের মাথাপিছু আয় প্রাক্কলন করা হয়েছে। ২০২১-২২ অর্থবছরে দেশে মোট জনসংখ্যা ছিল ১৬ কোটি ৯৮ লাখ। কিন্তু এবার গত মার্চ পর্যন্ত জনসংখ্যা ১৭ কোটি ৭ লাখে উন্নীত হয়েছে। সেই অতিরিক্ত জনসংখ্যার কারণে মাথাপিছু আয় কিছুটা কমেছে।”
এছাড়া সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ার কারণেই মূলত ডলারে মাথাপিছু আয় কমেছে বলেও জানান তিনি।