”বাজেট দিলাম, এটা দেখেন, না বুঝে মন্তব্য করবেন না। অর্থনীতি নিয়ে প্রিম্যাচিউর বক্তব্য দেবেন না। আমি আপনাদের নিরাশ করতে চাই না,’’ বলেন তিনি।
Published : 20 Jun 2024, 07:21 PM
বাজেট নিয়ে এখনও পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে মন্তব্য করে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজেটের প্রস্তাব এখনও পুনর্বিবেচনার সুযোগও রয়েছে।
বৃহস্পতিবার ঢাকায় বাজেট বিষয়ক এক সেমিনারে বিশ্ব ব্যাংক নিয়েও কথা বলেন তিনি। বলেছেন, ‘‘বিশ্ব ব্যাংক বলেছে বাংলাদেশ ভালো আছে। বিশ্ব ব্যাংক যা বলছে আমাদের শুনতে হবে। কারণ তারা আমাদের টাকা দেয়। আমাদের টাকা লাগবে।’’
রাজধানীর ফার্মগেইটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অর্থনীতি: প্রবৃদ্ধি, মুদ্রাস্ফীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় জাতীয় বাজেট ২০২৪-২০২৫’ শীর্ষক এ সেমিনার আয়োজন করে বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি।
বাজেট নিয়ে আমন্ত্রিত অতিথি ও আয়োজকদের বক্তব্য শোনার পর অর্থমন্ত্রী বলেন, ‘‘বাজেট প্রস্তাব করা হয়েছে। বাজেট এখনও পাস হয়নি। আমরা বাজেট নিয়ে বিভিন্ন প্রতিক্রিয়া এখনও শুনছি। বাজেটের প্রস্তাব যে পুর্নবিবেচনা করা যাবে না তা নয়। আপনাদের প্রস্তাব পুনর্বিবেচনার সম্ভাবনা আছে, সেটা সম্ভব। পরামর্শ দেওয়ারও সুযোগ রয়েছে।’’
অর্থমন্ত্রী বলেন, ‘‘বাজেট দিয়েছি অনেক চিন্তাভাবনা করে। বাজেট দিলাম, এটা দেখেন, না বুঝে মন্তব্য করবেন না। অর্থনীতি নিয়ে প্রিম্যাচিউর বক্তব্য দেবেন না। আমি আপনাদের নিরাশ করতে চাই না।’’
সংসদে গত ৬ জুন আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের জন্য ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী।
‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামের এ বাজেটে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ধরা হয়েছে ৬ দশমিক ৭৫ শতাংশ এবং মূল্যস্ফীতি আগামী বছরের জুনের মধ্যে সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য ঠিক করা হয়েছে।
বাংলাদেশের অর্থনীতি সঠিক পথেই আছে জানিয়েছিল বিশ্ব ব্যাংক। বক্তব্যের এক পর্যায়ে সে প্রসঙ্গ টেনে আয়োজকদের উদ্দেশ্যে মাহমুদ আলী বলেন, বিশ্ব ব্যাংক অর্থায়ন করে বলে তাদের কথা শুনতে হবে।
তিনি বলেন, ‘‘অনেকে বলে কী বাজেট দিয়েছে, এ সরকার পড়ে যাবে। সরকার তো পড়ে নাই। আবার অনেকে বলে দেশ দেউলিয়া হয়ে গেছে। কোথায় দেউলিয়া হয়েছে? দেউলয়া মানে কী? দেখেন আমরা দেউলিয়া হয়েছি কি না। বিশ্ব ব্যাংক আবার আমাদের ঋণ দিচ্ছে।’’
কোরবানির ঈদে এবার যেভাবে পশু কোরবানি হয়েছে, তা অর্থনীতির সক্ষমতার একটা ভালো ইঙ্গিত বলে সেমিনারে তুলে ধরেন অর্থমন্ত্রী। বলেন, “সব পশু আমাদের দেশের।”
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সেমিনারে অংশ নেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুন শি, অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর আলম।