অর্থবছরের প্রথম সাত মাসে বাস্তবায়নের এ হার পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
Published : 13 Feb 2025, 09:59 PM
ক্ষমতার পালাবদলের মধ্যে ধীর হয়ে পড়া উন্নয়ন কাজে ডিসেম্বরে কিছুটা ব্যয় বাড়লেও পরের মাসেই তা আবার ধাক্কা খেয়েছে।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথ পেরিয়ে এসে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন ডিসেম্বরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় বাড়লেও ফের জানুয়ারিতে এসে তা কমার তথ্য দিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।
জানুয়ারিতে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে মোট খরচ হয়েছে ৯ হাজার ৮৭৪ কোটি ৫৩ লাখ টাকা, যা মোট এডিপির ৩ দশমিক ৫৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের জানুয়ারিতে এ হার ছিল ৪ দশমিক ৬৩ শতাংশ এবং খরচ হয়েছিল ১২ হাজার ৭২৪ কোটি ৫০ লাখ টাকা।
আগের মাস ডিসেম্বরে এডিপি বাস্তবায়নে খরচ হয়েছিল ১৫ হাজার ৭৮৭ কোটি ৭৯ লাখ টাকা, বা মোট এডিপির ৫ দশমিক ৬৭ শতাংশ।
এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সাত মাসে মোট এডিপি বাস্তবায়ন হয়েছে ২১ দশমিক ৫২ শতাংশ; যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ২৭ দশমিক ১১ শতাংশ।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রকাশিত এডিপি বাস্তবায়নের পরিসংখ্যান বলছে, প্রথম সাত মাসে এডিপি বাস্তবায়নের এই হার গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে কম।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার চলতি অর্থবছরে এডিপিতে ২ লাখ ৭৮ হাজার ২৮৮ কোটি ৯০ লাখ টাকা বরাদ্দ রেখে বাজেট পাস করেছিল।
ছাত্র-জনতার গণ আন্দোলনে সরকার পতনকে কেন্দ্র করে জুলাই-অগাস্ট জুড়ে জ্বালাও পোড়াওয়ের পর এডিপি বাস্তবায়নে ধস নামে।
শেখ হাসিনার সরকার পতনের পর দায়িত্বে আসা অন্তর্বর্তী সরকার অগ্রাধিকারের ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে জোর দেয়। আগের সরকারের নেওয়া অনেক প্রকল্পে অর্থছাড় কমিয়ে দেওয়া হয়। এতে চলমান অনেক প্রকল্পের কাজও স্থবির হয়ে যায়। এসব মিলিয়ে এডিপির বরাদ্দ করা অর্থ ব্যয় কমে যায় বলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য।
সাধারণত অর্থবছরের প্রথমদিকে এডিপির ব্যয়ের পরিমাণ কম থাকে। তবে রাজনৈতিক অস্থিরতার কারণে এবার তা আরও কমে গেছে।
অর্থবছরের প্রথমার্ধ শেষে জানুয়ারি মাসের একনেক পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদের কথায় প্রকল্প বাস্তবায়ন বাড়ানোর ইঙ্গিত মিলেছিল।
সেখানে তিনি বলেছিলেন, “বেশ কিছু প্রকল্প এখন আসছে, যেগুলো নতুন প্রকল্প। আগেরগুলো অনেক যাচাই-বাচাই করতে হচ্ছিল, ফেরত পাঠাতে হচ্ছিল, আবার সংশোধন করতে হচ্ছিল। এই প্রথম আমাদের নিজেদের নতুন প্রকল্পগুলো আসা শুরু করেছে, বিশেষ করে স্থানীয় পর্যায়ের। এই একনেকের মিটিংয়ে অনেক দ্রুত এবং বেশি প্রকল্প অনুমোদন করা হয়েছে।”
অপরদিকে বাস্তবায়ন হার কমার হওয়ার বিষয়ে ফেব্রুয়ারির প্রথম একনেক পরবর্তী ব্রিফিংয়ে তিনি বলেন, এখন যে বাস্তবায়ন কম দেখায় তার কারণ হচ্ছে আগের হারগুলো দেখানো হয় সংশোধিত বাজেটের প্রেক্ষিতে। সাধারণত সংশোধিত এডিপি আকার মূলটির চেয়ে আকার ছোট হয়ে যায়।
এবারের উন্নয়ন বাজেটের আকার তুলনামূলক আরও কাটছাঁট হবে বলেও ইঙ্গিত দেন তিনি। চলতি মাসের মাঝামাঝি সময় থেকে এডিপি সংশোধন শুরুর কথা বলেন তিনি।