ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ- টিসিবির জন্য ৮ হাজার টন মসুর ডাল এবং ১১ হাজার টন সয়াবিন তেল কেনার প্রস্তাব পাস করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
উচ্চ মূল্যস্ফীতি বিবেচনায় কয়েক মাস ধরে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের কাছে সুলভ মূল্যে ডাল, সয়াবিন তেল, চিনি ও বিক্রি করছে টিসিবি।
অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব বলেন, “আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের ইটিসি এগ্রো প্রসেসিংয়ের কাছ থেকে ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব পাস হয়েছে। প্রতি কেজি ডালের দাম ৯২ দশমিক ৪৬ টাকা, যা আগের কেনাকাটার সময় ছিল ১০১ টাকা। এবার ডাল কিনতে মোট ৭৩ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ৮০০ টাকা খরচ হবে।
“এছাড়া টিসিবির জন্য স্থানীয়ভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সানশিং এডিবল অয়েল লিমিটেডের কাছ থেকে ১ কোটি ১০ লাখ লিটার বা ১১ হাজার টন সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। আগের কেনাকাটায় প্রতি লিটারের দাম ১৮২ টাকা হলেও এবার গুণতে হচ্ছে ১৮৪ টাকা ৫০ পয়সা করে। এতে মোট খরচ হবে ২০০ কোটি ২০ লাখ টাকা।”