সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী ও জার্নালের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না।
Published : 16 Jan 2025, 06:45 PM
বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বই সহজলভ্য করার লক্ষ্যে শুধুমাত্র ই-বুক আমদানি ও সরবরাহে মূল্য সংযোজন কর-ভ্যাট তুলে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর।
বৃহস্পতিবার এ বিষয়ে একটি সার্কুলার জারি করে এনবিআর বলেছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ই-বুকে ভ্যাটের হার জানতে চাইলে এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক বিধি) মো. বদরুজ্জামান মুন্সী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমদানিতে ১৫ শতাংশ ও সরবরাহ ৫ শতাংশ ছিল।
“স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এর পুরোটাই আমরা অব্যাহতি দিয়ে দিয়েছি।”
তবে সংবাদপত্র, পত্রিকা, সাময়িকী ও জার্নালের ক্ষেত্রে এই সুবিধা মিলবে না তুলে ধরা হয়েছে সার্কুলারে।
এতে বলা হয়েছে, বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বইয়ের সহজলভ্যতা, আধুনিক ও তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য ই-বুক সেবা সার্বজনীন ও সহজলভ্য করার লক্ষ্যে এনবিআর এ ব্যবস্থা নিয়েছে।