দুই বছর আগে অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কাকে রিজার্ভ থেকে ২০ কোটি ডলার ঋণ দেওয়া হয়েছিল; দেশটি দেউলিয়া হলে পরিশোধ করতে পারেনি।
Published : 21 Aug 2023, 08:55 PM
বাংলাদেশের বিদেশি মুদ্রার রিজার্ভ থেকে নেওয়া ঋণের অর্থ পরিশোধ শুরু করেছে দেউলিয়া অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো শ্রীলঙ্কা; প্রথম দফায় দিয়েছে পাঁচ কোটি ডলার।
দুই বছর আগে নেওয়া ২০ কোটি ডলারের মধ্যে চলতি মাসের শেষের দিকে আরও একটি কিস্তির অর্থ ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
সোমবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত বৃহস্পতিবার শ্রীলঙ্কা ঋণের অর্থের পাঁচ কোটি ডলার পরিশোধ করেছে।
অর্থনৈতিক সংকটে পড়ে বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাতে শ্রীলঙ্কা ২০২১ সালে বাংলাদেশের শরণাপন্ন হয়। ২০ কোটি ডলার ধার দিয়ে সেসময় বন্ধুপ্রতীম দেশটির পাশে দাঁড়ায় বাংলাদেশ। ‘কারেন্সি সোয়াপ’ ব্যবস্থায় নেওয়া ওই ঋণ পরিশোধের কথা ছিল তিন মাসের মধ্যে।
বাংলাদেশের ঋণ পরিশোধে আরও ৬ মাস সময় পেল শ্রীলঙ্কা
পরে অর্থনৈতিক সংকট তীব্র হওয়ার পাশাপাশি দেশটিতে রাজনৈতিক সংকট দেখা দিলে এক পর্যায়ে দেশটি বিদেশি ঋণ পরিশোধের সক্ষমতা হারিয়ে দেউলিয়া হয়ে পড়ে।
পরে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে ক্রমে দেশটির অর্থনীতিও ঘুরে দাঁড়াতে শুরু করে। এরমধ্যেই বাংলাদেশের ঋণের অর্থ ফেরত দেওয়া শুরু করল দেশটি।
২০২১ সালে ঋণ নেওয়ার সময় প্রথম ধাপে ঋণের কিস্তি পরিশোধের কথা ছিল পরের তিন মাসের মধ্যে। তবে পরিশোধ করতে না পারায় কিস্তি দেওয়ার মেয়াদ বাড়ানো হয় একাধিকবার। সর্বশেষ গত জানুয়ারিতে ছয় মাস সময় বাড়ানো হয়েছিল। নতুন মেয়াদ বাড়ানোতে ঋণের সর্বশেষ কিস্তি পরিশোধের মেয়াদ শেষ হবে আগামী সেপ্টেম্বরে।
লাইবর রেটের সঙ্গে ২ শতাংশ যোগ করে রিজার্ভ থেকে দেওয়া এ ঋণের সুদহার নির্ধারণ করা হয়েছিল। কিস্তি দিতে না পারলেও নিয়মিত সুদ পরিশোধ করে আসছে দেশটি বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।