Published : 20 Jan 2024, 11:48 AM
সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবিতে চট্টগ্রাম বিভাগে রোড মার্চের তারিখ পাল্টেছে বিএনপি। আগামী ৩ অক্টোবর ঘোষিত কর্মসূচি দুই দিন সরিয়ে ৫ অক্টোবর করেছে দলটি।
২৬ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী সমাবেশ পিছিয়েও ৪ অক্টোবর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই পরিবর্তনের কথা জানান।
দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবি আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকাসহ মহানগর ও জেলায় সমাবেশের নতুন কর্মসূচিও ঘোষণা করেন তিনি।
এছাড়া ২২ সেপ্টেম্বর সারাদেশে জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে হবে দোয়া মাহফিল।
বিএনপি মহাসচিব জানান, এক দফা দাবিতে ৩ অক্টোবর বৃহত্তর ফরিদপুরে রোডমার্চ অথবা সমাবেশ করবে তার দল।
গত ১৮ সেপ্টেম্বর বিএনপি মহাসচিব এক দফা আন্দোলনের টানা ১৫দিনের কর্মসূচি কর্মসূচি ঘোষণা করেছিলেন। এই কর্মসূচিতে বিভাগ পর্যায়ে রোড মার্চ, ঢাকায় বিভিন্ন স্থানে সমাবেশ, পেশাজীবী কনভেশনের ডাক দেওয়া হয়।
এরই মধ্যে কিশোরগঞ্জের ভৈরব থেকে সিলেটমুখী রোডমার্চ যাত্রা শুরু করেছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)