২০ বছর পলাতক, অবশেষে ধরা যাবজ্জীবনের আসামি

রোববার গভীর রাতে আজমকে গ্রেপ্তার করে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2023, 12:06 PM
Updated : 17 April 2023, 12:06 PM

যাবজ্জীবন সাজার রায় মাথায় নিয়ে পালিয়ে থাকা এক ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে র‌্যাব।

হাটহাজারীর চারিয়া এলাকা থেকে রোববার গভীর রাতে আজম নামের ৪২ বছর বয়সী ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি ২০ বছর ধরে পালিয়ে ছিলেন বলে র‌্যাবের ভাষ্য।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক নুরুল আবসার জানান, ২০০৩ সালে একটি হত্যা মামলার সাজা পরোয়ানা নিয়ে পালিয়ে ছিল আজম। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারা ও অর্থদণ্ড দিয়েছিল আদালত।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে চারিয়া এলাকায় অভিযান চালিয়ে আজমকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৩ সালের ২৫ নভেম্বর রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী-মোহাম্মদপুর রাস্তায় লোকজনকে আটকে টাকা-পয়সা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছিল দুর্বৃত্তরা।

এ সময় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি চিৎকার চেঁচামেচি শুরু করলে তাকে কুপিয়ে আহত করে ছিনতাইকারীরা। পরে স্থানীয়রা জাহাঙ্গীরকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এ ঘটনায় করা মামলায় আজমকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকার অর্থদণ্ড দেয় আদালত।