সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর এবং বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
Published : 31 Jul 2023, 10:25 PM
চট্টগ্রামে শোকের মাস শুরুর প্রাক্কালে বঙ্গবন্ধু স্মরণানুষ্ঠান ও প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে সেক্টর কমান্ডারস ফোরাম।
সোমবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে ছয় দফা মঞ্চে ‘শোকের আধাঁরে দীপ জ্বলে ওঠে পিতা তোমারই ছায়ায়’ শীর্ষক স্মরণ অনুষ্ঠান হয়।
সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১ চট্টগ্রাম জেলা ও মহানগর এবং বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের যৌথ উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, “বঙ্গবন্ধু মিশে আছে বাঙালির সত্তায় গৌরবে বিশ্বাসে চেতনায়। বাংলা, বাঙালি, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অবিচ্ছেদ্য অংশ। সমকালীন বিশ্বের মুক্তিকামী মানুষের শ্লোগানের নাম শেখ মুজিব।
“তিনি চিরন্তন, চিরঞ্জীব; বাঙালির প্রজন্ম থেকে প্রজন্মের মাঝে তিনি অবিনাশী চেতনা। তাই কালজয়ী রাষ্ট্র নায়ক বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের অক্ষয় নাম যুগ যুগান্তরে লেখা রবে বিশ্বজনীন মুক্তির নব ইতিহাসে।”
প্রধান বক্তা ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বলেন, “জাতির জনক বঙ্গবন্ধুর সপরিবার হত্যা কোনো নিছক খুন নয়, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে মর্মস্পর্শী ও জঘন্য ঘটনা।
“মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগের অভ্যন্তরীণ যে অপশক্তি নানাভাবে চক্রান্ত ষড়যন্ত্র করেছে, সাম্রাজ্যবাদী শক্তি এবং দেশের অভ্যন্তরে স্বার্থবাদী চক্রের সুদূরপ্রসারী চক্রান্ত-ষড়যন্ত্রের ফল হচ্ছে এই হত্যাকাণ্ড। তাই একটি স্বাধীন তদন্ত কমিশন করে হত্যাকাণ্ডের পূর্বাপর ষড়যন্ত্র ও জেনারেল জিয়াসহ এই জঘন্যতম নৃশংস বর্বরতার নেপথ্যের কূশীলবদের স্বরূপ জাতির সামনে তুলে ধরা আজ সময়ের দাবি।”
ফোরামের জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম নগর সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান দিলোয়ারা ইউসুফ, ফোরামের নগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ ও বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া।
সভায় বক্তব্য রাখেন বৃহত্তর চট্টগ্রাম মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি আবদুল মালেক খান, নির্বাহী সভাপতি সাইফুন নাহার খুশী, সেক্টর কমান্ডারস ফোরামের সাহেদ মুরাদ শাকু, সেলিম রহমান, জাহাঙ্গীর আলম, মো. নাজিম উদ্দিন, মঈনুল আলম খান, পংকজ রায়, কামাল উদ্দিন, ডা. ফজলুল হক সিদ্দিকী, নুরুল হুদা চৌধুরী, রাজীব চন্দ, দীপন দাশ প্রমুখ।