শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ভাংচুর এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।
Published : 10 Feb 2024, 03:50 PM
শাটল ট্রেনের ছাদে ভ্রমণের সময় গাছের ডালের ধাক্কায় আহত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ১৫ শিক্ষার্থী। এই ঘটনার পর শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে প্রশাসনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন চৌধুরীহাট পৌঁছালে শাটলের ছাদে থাকা শিক্ষার্থীরা গাছের ডালের সাথে ধাক্কা খেয়ে আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। এ ঘটনার পর ক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় ভাংচুর এবং আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা ‘আমার ভাই আহত কেন, প্রশাসন জবাব চাই’ স্লোগান দিচ্ছিল।
জানতে চাইলে সহকারী প্রক্টর স্বরুপ সাহা জয় বলেন, “আহতদের মেডিকেলে পাঠানো হয়েছে। আমরাও সেখানেই যাচ্ছি।" চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো শামীম আহসান বলেন, এখন পর্যন্ত ৭ জন আহত এসেছে। তাদের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৬ জন। সবার চিকিৎসা দেওয়া হচ্ছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)