চট্টগ্রামে ষাঁড় প্রদর্শনী শুক্রবার

এতে ৩৮টি খামারে লালন পালন করা ১০০টি ষাঁড় প্রদর্শন করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2023, 03:23 PM
Updated : 4 Jan 2023, 03:23 PM

চট্টগ্রামে ষাঁড় নিয়ে দিনব্যাপী এক প্রদর্শনীর পাশাপাশি ‘ক্যাটেল ফ্যাশন শো’ আয়োজন করা হচ্ছে।
আগামী শুক্রবার নগরীর আউটার স্টেডিয়ামে এ প্রদর্শনীতে ৩৮টি খামারে লালন পালন করা ১০০টি ষাঁড় প্রদর্শন করা হবে।

বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এটির আয়োজক প্রতিষ্ঠান চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস অ্যাসোসিয়েশনের সভাপতি বোরহানুল হাসান চৌধুরী সালেহীন।

দিনব্যাপী এ প্রদর্শনীতে সকালে ‘স্কুল ছাত্রদের লেখাপড়ার পাশাপাশি এগ্রো শিল্পের শিক্ষানীয় দিক’ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে শিক্ষিত তরুণ উদ্যোক্তারা খামারে সম্পৃক্ত হওয়ায় পুষ্টিজাত মাংসজ খাদ্য যোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে। পাশাপাশি অনেক শিক্ষিত তরুণের আত্মকর্মসংস্থানের পাশাপাশি আরও আধিকতর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন জ্যাকি, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ।