Published : 09 May 2023, 08:17 PM
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় দুই যুবক খুনের মামলায় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতদের একজনের বান্ধবীকে কটূক্তির জেরে হাতাহাতির পর সমঝোতা করতে গেলে সোমবার এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মহানগরী এবং কক্সবাজারের চকরিয়ায় সোমবার রাত এবং মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে একজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।
গ্রেপ্তার আসামিরা হলেন, কার্তিক বনিক ওরফে আব্দুর রহিম (২৯), বিপ্লব মল্লিক ওরফে মো. বিপ্লব (২৮), রবিউল ইসলাম (২০), রায়হান উদ্দিন (১৯), মোহাম্মদ শামীম (২৮), সাগর দাশ (২০), রবিউল হাসান হৃদয় (১৬) ও মো. ইলিয়াছ মিঠু (৪৫)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুই যুবক খুনের ঘটনায় করা মামলার এক নম্বর আসামি ইলিয়াছকে গোয়েন্দা পুলিশের সহায়তায় চকরিয়া থেকে এবং চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে বাকিদের গ্রেপ্তার করা হয়।
“গ্রেপ্তারদের মধ্যে রবিউল আদালতে ঘটনার বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।”
ওসি মোস্তাফিজুর জানান, “শিহাব নামে এক যুবকের বান্ধবীকে নিয়ে কটূক্তির জেরে স্থানীয় রবিউলের সঙ্গে শিহাবের পক্ষের লোকদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এরপর দুইপক্ষের মধ্যে সমঝোতার জন্য সোমবার রাতে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম সংলগ্ন বিটাক মোড়ের কাছে কথা বলার সময়ই কয়েকজন যুবক মাসুম ও সজীবকে পেছন দিক থেকে ছুরিকাঘাত করে।”
এই ঘটনায় নিহত মাসুমের ভাই মনির হোসেন বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেন।
আরও খবর -