পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

বিটাক মোড়ে এ হত্যাকাণ্ডের নিশ্চিত কারণ তাৎক্ষণিকভাবে জানতে পারেনি পুলিশ।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 May 2023, 05:22 PM
Updated : 8 May 2023, 05:22 PM

চট্টগ্রামের পাহাড়তলীতে দুই পক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন।

সোমবার রাতে নগরীর পাহাড়তলী থানার বিটাক মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- মো. মাসুম (৩০) ও মো. সবুজ (২০), তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের বন্ধু পরিচয়ে সাগর নামে এক যুবক তাদের হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই জনের পায়ে ছুরিকাঘাতের চিহ্ন আছে।

“নারী সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে তাদের ছুরিকাঘাত করা হয়েছে বলে জানিয়েছেন আনায়নকারী যুবক। বিষয়টি স্থানীয় থানাকে জানানো হয়েছে।”

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) জসীম উদ্দিন বলেন, “বিটাক মোড়ে মারামারিতে দুই জন খুন হয়েছে বলে চমেক হাসপাতাল থেকে তথ্য পেয়েছি। আমরা বিটাক মোড়ে এসেছি।

“তবে কোন জায়গায় ঘটনা ঘটেছে তা কেউ জানাতে পারছেন না। আমরা ঘটনাস্থল নিশ্চিতের চেষ্টা করছি। আমাদের একটি টিম ওসি’র নেতৃত্বে হাসপাতালে গেছেন, বিস্তারিত জানার চেষ্টা করছি।”

পাহাড়তলী থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক তরুণ ও তরুণী কথা বলছিল। এ সময় অন্য কয়েক জনের সাথে কথাকাটাকাটি হয়। বিষয়টি নিয়ে সন্ধ্যায় বৈঠকে বসে উভয় পক্ষ আপস করেছিল।

“পরে আবার দুই পক্ষ মারামারিতে জড়িয়ে যায়। এ নিয়ে হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি।”

ওসি বলেন, হত্যাকাণ্ডের সঠিক কারণ জানার চেষ্টা চলছে। পুলিশের একটি দল জড়িতদের ধরতে কাজ করছে।

“নিহতদের একজন অটোচালক, আরেকজন ব্যাটারি মেরামতের কাজ করে বলে জেনেছি।”