এই বিএনপি নেতার অভিযোগ, সরকার ‘ক্ষমতাকে কুক্ষিগত করে’ বিএনপি নেতাকর্মীদেরকে দমন-পীড়ন চালাচ্ছে।
Published : 19 Mar 2024, 08:20 PM
দেশের শ্রমজীবী মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ‘দিশেহারা’ অবস্থায় দিনযাপন করলেও সরকারের তাতে কোনো ‘মাথাব্যথা’ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
মঙ্গলবার চট্টগ্রামের জিইসি কনভেশন সেন্টারে চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে সমাবেশ ও ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
নোমান বলেন, “বিগত ৭ জানুয়ারির প্রহসনের একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতাকে কুক্ষিগত করে আওয়ামী লীগ সব সরকারি প্রতিষ্ঠানকে বিএনপি নেতাকর্মীদেরকে দমন ও নিয়ন্ত্রণের কাজে ব্যবহার করছে।
“সরকারের বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান নিয়মিত রুটিন ওর্য়াক বাদ দিয়ে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির মাধ্যমে দমন-পীড়ন চালাচ্ছে।”
এই বিএনপি নেতা বলেন, “দেশের শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণ দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা অবস্থায় দিনযাপন করছে, কিন্তু এতে সরকারের কোনো মাথাব্যথা নেই।
“সরকারের শীর্ষ পর্যায়ের লোকজন সিন্ডিকেটের সাথে যুক্ত হয়ে রমজানকে পুঁজি করে ব্যবসায়িক ফায়দা নিচ্ছে, আর এর খেসারত দিতে হচ্ছে দেশের জনগণকে।”
নোমান বলেন, “বিএনপির আহ্বানে সাড়া দিয়ে দেশের জনগণ ৭ জানুয়ারির নির্বাচন প্রত্যাখ্যান করেছে। বিএনপিকে ধ্বংস করার সরকারের নীল নকশা বুমেরাং হয়ে গেছে।
“সরকার দমন-পীড়ন ও প্রলোভনের মাধ্যমে বিএনপি নেতাকর্মীদেরকে আদর্শচ্যুত করতে পারে নাই। যতবারই বিএনপিকে নিশ্চিহ্ন করার জন্য সরকার অপচেষ্টা চালিয়েছে, প্রতিবারেই বিএনপি ফিনিক্স পাখির মত জেগে উঠেছে।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস।
তিনি বলেন, “আওয়ামী লীগের দূর্নীতি ও দূঃশাসনের কারণে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেকটা তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার, ডলার সংকটসহ সরকারের লুটপাটের খেসারত দিতে হচ্ছে জনগণকে।
“সারাদেশে শ্রমজীবী মানুষ অনাহারে ও অর্ধাহারে জীবনযাপন করছে। এই সরকারের পতন ছাড়া চলমান সংকট থেকে মুক্তির কোনো উপায় নেই।”
বিভাগীয় শ্রমিকদলের সভাপতি এ এম নাজিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ বাহারের সঞ্চালনায় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীমও সমাবেশে বক্তব্য দেন।