চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে ছুরিকাঘাতে এক চাকমা নারীকে হত্যা করা হয়েছে।
রোববার রাতে উপজেলার ধামাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত চম্পা চাকমা (২৮) রাঙামাটি সদর উপজেলার বাসিন্দা। বেসরকারি মানবিক উন্নয়ন সংস্থা পদক্ষেপের রাঙ্গুনিয়া ব্রাঞ্চের সহকারী ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন তিনি।
ঋণ পরিশোধ নিয়ে দ্বন্দ্ব থেকে এনামুল হক নামে ঋণগ্রহীতা এক ব্যক্তি চম্পাকে খুন করেছেন বলে পুলিশের ভাষ্য। এনামুলের বাড়ি উপজেলার উত্তর পারুয়া গ্রামে।
রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামুল তার বোনের নামে পদক্ষেপ এনজিও থেকে এক লাখ টাকা ঋণ নিয়েছিলেন। যেগুলো প্রতি মাসে ১০ হাজার টাকা কিস্তিতে পরিশোধের কথা।
“গত ২৮ ফেব্রুয়ারি নির্ধারিত তারিখে কিস্তি পরিশোধ করতে না পারায় এনামুলের সাথে চম্পা চাকমার কথাকাটাকাটি হয়। এর জের ধরে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে।”
ওসি মাহবুব মিল্কী জানান, রাত সাড়ে ৮টার দিকে এনামুল ছুরি নিয়ে পদক্ষেপ এনজিও কার্যালয়ের নিচে দাঁড়িয়ে ছিলেন। অফিসের কাজ শেষ করে চম্পা বাসায় ফেরার সময় এনামুল তার সঙ্গে পুনরায় বিতণ্ডায় জড়ান। এর এক পর্যায়ে এনামুল সঙ্গে থাকা ছুরি দিয়ে চম্পার গলায় আঘাত করেন।
সহকর্মী ও স্থানীয়রা চম্পা চাকমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি জানান, প্রত্যক্ষদর্শীরা এনামুলকে ধরতে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। তাকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।