‘দ্বিতীয়বার’ সুযোগ রেখে চবিতে ভর্তির আবেদন শুরু ২০ মার্চ

এ বছর আবেদন ফি ১০০ টাকা বাড়িয়ে মোট ৯৫০ টাকা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 March 2023, 05:01 PM
Updated : 7 March 2023, 05:01 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন আগামী ২০ মার্চ শুরু হবে; প্রায় তিনবছর বন্ধ রেখে এবার দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রেখেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার উপাচার্যের সম্মেলনকক্ষে ভর্তি পরীক্ষা বিষয়ক ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।

কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে আবেদনের ক্ষেত্রেন্যূনতম যোগ্যতা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে মোট জিপিএ ৮ থেকে বাড়িয়ে ৮ দশমিক ২৫ করা হয়েছে। এ বছর আবেদন ফিও ১০০ টাকা বাড়িয়ে মোট ৯৫০ টাকা করা হয়েছে।

“আজকের (মঙ্গলবার) সভায় এই বিষয়গুলো সুপারিশ করা হয়েছে। ১৩ তারিখ কেন্দ্রীয় ভর্তি কমিটি সুপারিশগুলো অনুমোদন দেবে।"

দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, "মূলত শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

এর আগে ২০১৯ সালে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়। ওই সময় দ্বিতীয়বার ভর্তি-ইচ্ছুকরা পরীক্ষায় অংশগ্রহণও করছিল। পরে ফলাফলের আগে তা বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।