শুক্রবার দুপুরে বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরে অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যেতে বলা হয়েছে।
Published : 17 Nov 2023, 01:00 PM
ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উপকূলের এগিয়ে আসতে থাকায় ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলার পর পণ্য ওঠানামা কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
শুক্রবার দুপুরে বন্দর সচিব মো. ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, “বন্দরে অ্যালার্ট-৩ জারি করা হয়েছে। জেটিতে থাকা জাহাজগুলোকে বহির্নোঙরে চলে যেতে বলা হয়েছে। ইতিমধ্যে ১২টি জাহাজ চলে গেছে। আর ১০টি জাহাজ আছে। সেগুলো বিকালে জোয়ারের সময় চলে যাবে।
“ইতিমধ্যে আউটারে (বহির্নোঙরে) পণ্য ওঠানামার কাজ বন্ধ হয়ে গেছে। বন্দরের জেটিতেও কাজ বন্ধ হতে শুরু করেছে। ঘণ্টাখানেকের মধ্যে সব বন্ধ হয়ে যাবে।”
অন্যদিকে নদীর বন্দর সংলগ্ন এলাকায় থাকা ছোট ও মাঝারি জাহাজগুলোকে উজানের দিকে সরে যেতে বলা হয়েছে। কর্ণফুলী নদীর তীরে চট্টগ্রাম বন্দরের উজানে সদরঘাট থেকে শাহ আমানত সেতু ও এর পরবর্তী এলাকায় সেসব জাহাজ অবস্থান নিতে শুরু করেছে।
অ্যালার্ট-৩ বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্ক সংকেত। আবহাওয়ার বিপদ সংকেত ৮,৯ ও ১০ হলে তখন বন্দরের সর্বোচ্চ সতর্ক সংকেত অ্যালার্ট-৪ জারি করা হয়। আবহাওয়ার সংকেত ৫ হলে বন্দরের অ্যালার্ট-৩ জারি করা হয়।
অ্যালার্ট-৩ জারি হলে বন্দরের জেটি থেকে সব জাহাজ সাগরে সরিয়ে নিতে হয়। পাশাপাশি বন্দরের যন্ত্রপাতি ও স্থাপনার সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়।
শুক্রবার আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি-৯ এ বলা হয়, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ সকাল ৯টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৪১৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল।
ঘূর্ণিঝড়টি উপকুলের আরও কাছে এগিয়ে আসায় সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এর মধ্যে পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে বন্দর নগরী চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে বৃষ্টির গতিবেগ বাড়তে থাকে। শুক্রবার দুপুর পর্যন্ত থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে, শুক্রবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।