আধা ঘণ্টার চেষ্টায় গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
Published : 20 Nov 2023, 11:15 AM
চট্টগ্রামে একটি গ্যারেজে আগুন লেগে পুড়ে গেছে ২০টি অটোরিকশা ও মোটরসাইকেল।
নগরীর হালিশহর ঈদগাঁ বৌবাজার এলাকায় রোববার রাতে এ অগ্নিকাণ্ড ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
আগ্রাবাদ ফায়ার স্টেশন কর্মকর্তা কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তি ওই গ্যারেজের মালিক। রাত ২টার দিকে ফায়ার স্টেশনে আগুন লাগার খবর আসে।
আধা ঘণ্টার চেষ্টায় রাত আড়াইটার দিকে গ্যারেজের আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
কফিল উদ্দিন বলেন, “গ্যারেজে রাখা ২০টি অটোরিকশা ও চারটি মোটরসাইকেল আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনই পুরোপুরি বলা যাচ্ছে না।”
ওই গ্যারেজে কীভাবে আগুন লাগল, তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।