হামলাকারী ও নিহত ব্যক্তি আগে থেকেই পরিচিত।
Published : 23 Nov 2023, 07:15 PM
চট্টগ্রামের পটিয়ায় ‘পারিবারিক’ বিরোধের জের ধরে এক যুবককে কুপিয়ে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলায় আশিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ২১ বছর বয়সী রাকিবুল ইসলাম হৃদয় বড়লিয়া ইউনিয়নের মেলঘর গ্রামের বাসিন্দা ছিলেন।
পটিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলাকারী ও নিহত হৃদয় পূর্বপরিচিত। সন্ধ্যার দিকে হৃদয়ের ওপর অতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, “হামলাকারী ও নিহতের মধ্যে পারিবারিক যোগাযোগ রয়েছে। তবে কিছুদিন ধরে দুই পক্ষের সম্পর্কের টানাপড়েনের কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছি। ”
হত্যাকাণ্ডের কয়েকটি কারণের কথা শুনেছেন জানিয়ে পুলিশ কর্মকর্তা নেজাম বলেন, তার মধ্যে একটি কারণে বলা হচ্ছে, নিহত হৃদয়ের মা হামলাকারীকে একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে দিয়েছিলেন। কিন্তু তিনি ঋণের টাকা পরিশোধ না করায় দুই পক্ষের মধ্যে সম্পর্কের অবণতি ঘটে।
“এর জেরে হৃদয়ের ওপর হামলা চালানো হয় শোনা গেলেও আমরা বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছি।”