বিভিন্ন তরুণীর ছবি দিয়ে ফেইসবুকে ভুয়া আইডি তৈরি করে অশ্লীল ছবি পোস্ট ও হয়রানির অভিযোগে চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দক্ষিণ হালিশহরের নিউমুরিং তক্তারপুল এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট আল মামুন (৩০) নামে এ যুব্ককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার যুবক তক্তারপুল এলাকার বাসিন্দা। চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কাজ করেন তিনি।
নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ কমিশনার আসিফ মহিউদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামুন বিভিন্ন বয়সী বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া তরুণীদের ফেইসবুকে বন্ধু হওয়ার অনুরোধ পাঠায়। সেই অনুরোধ গ্রহণ করলে তাদের ছবি সংগ্রহ করে ভুয়া আইডি তৈরি করে। ওই আইডিতে অশ্লীল ছবি পোস্ট করে এবং সেটি থেকে পরিচিতদের পুনরায় বন্ধু হওয়ার অনুরোধ (ফ্রেন্ড রিকোয়েস্ট) পাঠায়।
এরপর মামুন ভুক্তভোগীদের সঙ্গে ম্যাসেঞ্জারে যোগাযোগ করে অশ্লীল ভিডিও চ্যাট করার প্রস্তাব দেয় জানিয়ে পুলিশ কর্মকর্তা আসিফ বলেন, মামুন এভাবে অন্তত অর্ধশতাধিক তরুণীর নামে ভুয়া আইডি তৈরি করেছিল।
সিএমপির সাইবার ক্রাইম ইউনিটের পাশাপাশি পুলিশ সদর দপ্তরের সাইবার সাপোর্ট ফর ইউমেন সেলেও মামুনের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ জমা পড়েছে বলে জানান তিনি।
এসব অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনে অন্তত ৫০ জন তরুণীর ভুয়া আইডি পাওয়া গেছে।
সাইবার সিকিউরিটি আইনে ইপিজেড থানায় মামুনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।