এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।
Published : 09 Jul 2023, 09:17 PM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১৪০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ।
রোববার বেলা সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি বিএমএ গেইটের অদূরে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ঢাকা থেকে আসা বাসটির ভেতরে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি করে ভেতরে ক্যারিয়ারে রাখা একটি কালো রংয়ের ব্যাগের ভেতর থেকে এক হাজার ৪০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।