চট্টগ্রাম জেলায় মোট বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। ৮৮ লাখ ৪১ হাজার ৫০২টি পৌঁছেছে।
Published : 01 Jan 2023, 07:39 PM
মহামারীতে দুই বছর বন্ধ থাকার পর আবারও উৎসবমুখর পরিবেশে বই উৎসব হয়েছে চট্টগ্রামের স্কুলগুলোতে। বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে খুশি চট্টগ্রামের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার চট্টগ্রাম মহানগর ও জেলার ১৬টি উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের বই উৎসব আয়োজন করে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুল আলম হোসাইনী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম নগর ও বিভিন্ন উপজেলাগুলোতে উৎসবমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সব বই না পেলেও কোন শিক্ষার্থী খালি হাতে ফেরেনি।
“প্রতিনিয়তই বই আসতে থাকে। গত বৃহস্পতিবার পর্যন্ত আমাদের হাতে প্রায় ৬০ শতাংশ বই পৌঁছায়। এরপর শুক্র ও শনিবার বই এসেছে, আজকে আসছে। আশা করছি, স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীদের হাতে সবগুলো বই পৌঁছে যাবে।”
চট্টগ্রাম জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের হিসাব অনুযায়ী, মাধ্যমিক পর্যায়ে চট্টগ্রাম জেলায় মোট বইয়ের চাহিদা ১ কোটি ৫৭ লাখ ৮৯ হাজার ৯০৩টি। বৃহস্পতিবার পর্যন্ত ৮৮ লাখ ৪১ হাজার ৫০২টি বই পৌঁছেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় সিটি করপোরেশন পরিচালিত স্কুলগুলোর বই উৎসব। সেখানে সিটি মেয়র এম রেজাউল করিম শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন।
চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল আলম জানান, “সব বিষয়ে বই না পেলেও কোন শিক্ষার্থী বই ছাড়া ঘরে ফেরেনি। অন্তত দুইটি করে হলেও বই পেয়েছে। প্রতিদিনেই বই আসছে। কিছুক্ষণ আগেও (সন্ধ্যায়) কয়েকটি থানায় বই পৌঁছানোর সংবাদ পেয়েছি।”
চলতি সপ্তাহের মধ্যেই সবগুলো বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে বলে আশা এই প্রাথমিক শিক্ষা কর্মকর্তার।
চট্টগ্রাম জেলার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ২০২৩ সালের সম্ভাব্য চাহিদার ভিত্তিতে বরাদ্দ মোট বইয়ের সংখ্যা ৪৫ লাখ ২২ হাজার ১০৯টি। এরমধ্যে ২৩ লাখের বেশি বই পৌঁছেছে বলে জানান তিনি।