খুনে ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
Published : 28 Jan 2024, 07:45 PM
চট্টগ্রামের খুলশীতে সিএনজি অটোরিকশা চালককে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নগরীর খুলশী ঝাউতলা রেল স্টেশন এলাকা থেকে রোববার ভোরে মোহাম্মদ রায়হান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
খুলশী থানার ওসি নেয়ামত উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খুলশী ঝাউতলা রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে রায়হানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে খুনে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়।
শনিবার রাত ৯টার দিকে ঝাউতলা রেল স্টেশন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের মারামারির একপর্যায়ে ছুরিকাঘাতে খুন হন অটোরিকশা চালক মোহাম্মদ বেলাল ওরফে লম্বু বেলাল।
ঘটনার পর তার স্ত্রী বাদী হয়ে ১২ জনকে আসামি করে একটি মামলা করেন খুলশী থানায়। তাতে ১ নম্বর আসামি করা হয় রায়হানকে।