আগামী ৩০ জুলাই ইভিএমে এই উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
Published : 06 Jul 2023, 06:56 PM
চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগসহ চারটি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্রই কেবল বৈধতা পেয়েছে। যে দুজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তাদের ভোট করা হচ্ছে না।
এই উপনির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের দিন ছিল বৃহস্পতিবার। ছয়জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন; এদের মধ্যে দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয় বলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বতন্ত্র দুই প্রার্থী আরমান আলী ও মনজুরুল ইসলাম ভুঁইয়ার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের তথ্য জমা দিতে হয়। তাদের এসব তথ্যের মিল নেই।”
যে চার প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে, তারা হলেন- আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু, জাতীয় পার্টির মো. সামসুল আলম, তৃণমূল বিএনপির দীপক কুমার পালিত ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের রশিদ মিয়া।
যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তারা ৯ জুলাই পর্যন্ত আপিল করার সুযোগ পাবেন।
মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ।
আগামী ৩০ জুলাই ইভিএমে এই উপনির্বাচনে ভোটগ্রহণ হবে।
চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীনের মৃত্যু হলে এই আসনের সদস্যপদ শূন্য হয়। গত ২ জুন তিনি মারা যাওয়ার পর নিয়ম অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার সিদ্ধান্ত নেয় কমিশন। সেই উপলক্ষে গত ৮ জুন তফসিল ঘোষণা করা হয়।
এই আসনে ১৫৬টি কেন্দ্রে ভোটকক্ষ এক হাজার ২৫১টি। ভোটার ৪ লাখ ৮৮ হাজার ৬৩৮ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৩৮ জন, নারী ২ লাখ ৩৯ হাজার ৬৭৭ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৩ জন।
আরও পড়ুন