চট্টগ্রামে কোল্ড স্টোরেজে অগ্নিকাণ্ড

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম জানান, আগুন লাগার পর জনতা কোল্ড স্টোরেজ থেকে গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 April 2023, 03:32 AM
Updated : 19 April 2023, 03:32 AM

চট্টগ্রাম নগরীর বাকলিয়ার রাজখালীতে একটি শুঁটকির কোল্ড স্টোরেজে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ড ঘটেছে। 

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার রাত ১ টা ৫ মিনিটের দিকে জনতা কোল্ড স্টোরেজ নামের দুই তলা ভবনটিতে আগুন লাগার খবর পায় তারা। পরে তাদের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। 

বাকলিয়া থানার ওসি আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুন লাগার পর জনতা কোল্ড স্টোরেজ থেকে গ্যাসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।  

“কোল্ড স্টোরেজে থাকা অ্যামোনিয়া গ্যাসের পাইপ লাইন ফেটে গ্যাস ছড়িয়েছে বলে ধারণা করছি। আশপাশের লোকজনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এ ঘটনায় একজন আহত হয়েছেন।" 

রাজাখালী এলাকাটি ঘনবসতিপূর্ণ। এটি নগরীর অন্যতম ব্যবসা কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে বসতবাড়ির পাশাপাশি বিভিন্ন পণ্যের গুদাম, আড়ত ও পাইকারি বিক্রয় কেন্দ্র আছে।