কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক জানিয়েছেন, ছয় জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে চট্টগ্রাম মহানগরে পাহাড় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে।
Published : 24 Oct 2023, 06:49 PM
বঙ্গোপসাগরে অবস্থানরত ঘুর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় চট্টগ্রামের বিভিন্ন পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়স্থলে সরিয়ে নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার সকাল থেকে পাহাড়ে বসবাসকারী ১০০টি পরিবারকে আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) উমর ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঘুর্ণিঝড় হামুনের কারণে সকাল থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে নগরীতে। পাহাড় ধসের শঙ্কায় আকবরশাহ এলাকার বিজয় নগর ও ১, ২, ৩ নম্বর ঝিল, বেলতলীঘোনা, টাংকির পাহাড়, মতিঝর্ণা, ষোলশহর ও পোড়াকলোনির ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে অভিযান চালিয়ে প্রায় ১০০ পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।”
সহকারী কমিশনার উমর ফারুক বলেন, ছয় জন সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে চট্টগ্রাম মহানগরে পাহাড় ও মানুষের জানমাল রক্ষায় জেলা প্রশাসনের কয়েকটি টিম কাজ করছে। মানুষকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যেতে মাইকিং করে নির্দেশনা দেয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
১৯টি আশ্রয়কেন্দ্রে যাওয়া লোকদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার থেকে শুরু করে প্রতিবেলার খাবারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
সহকারী কমিশনার উমর ফারুক আরও জানান, পাহাড়ের পাশাপাশি সাগর তীরে বসবাসকারীদেরও নিরাপদে সরে যাওয়ার জন্য মাইকিং করা হয়েছে। তাদের বেশিরভাগই নিজেদের উদ্যোগে সরে গেছেন।