লোহাগাড়ার পাহাড়ে গোলাগুলির পর ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার

“তাদের নেতৃত্বে একটি সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল,” বলেন ওসি। 

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 12:36 PM
Updated : 23 May 2023, 12:36 PM

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ‘বন্দুকযুদ্ধের’ পর এক পাহাড়ি ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলছেন, সোমবার উপজেলার চরম্বা ইউনিয়নের দুর্গম পাহাড়ি টিলার সেগুন বাগানে বন্দুকযুদ্ধের ওই ঘটনা ঘটে।

গোলাগুলির পর চন্দন চাকমা নামের ৩৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করা গেলেও তরুণ চাকমা নামে তার আরেক সহযোগী পালিয়ে গেছে বলে পুলিশের ভাষ্য।

ওসি আতিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চন্দন ও তরুণের নেতৃত্বে একটি সন্ত্রাসী গোষ্ঠী পাহাড়ি এলাকায় আস্তানা গেড়ে ‘নানারকম অপরাধমূলক কর্মকাণ্ড’ চালিয়ে আসছিল।

“পাহাড়ি সন্ত্রাসীরা সেগুন বাগানে অবস্থান করছে শুনে সোমবার বিকালে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় পাহাড়ি টিলায় গাছের উপর তৈরি করা মাচায় দুই জন ব্যক্তি অবস্থান করছিল। পুলিশ এগিয়ে গেলে তারা পালানোর চেষ্টা করে।”

ওসি বলেন, “পুলিশ তাদের ঘিরে ফেললে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গোলাগুলির পর এক নলা বন্দুকসহ চন্দনকে ধরা হয়। এসময় তার সাথে থাকা তরুণ পালিয়ে যায়।”

চন্দনের হাতের বন্দুকটি ছাড়াও ঘটনাস্থল থেকে আরও একটি বন্দুক উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ওসি।