ব্যয় কমাতে চট্টগ্রামের বইমেলায় এবার ইটের বদলে ত্রিপল, আপত্তি প্রকাশকদের

তবে ধুলা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলে জানিয়েছেন মেয়র।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2023, 02:22 PM
Updated : 6 Feb 2023, 02:22 PM

ব্যয় কমাতে চট্টগ্রামে অমর একুশে বইমেলার মাঠে এবার ইট বিছানোর পরিকল্পনা হচ্ছে, যা নিয়ে প্রকাশকরা আপত্তি জানিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) আয়োজনে এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়াম মাঠে বুধবার শুরু হবে এই মেলায়, যা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে।

বইমেলা উপলক্ষে সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে মেয়র এম রেজাউল করিম চৌধুরী মেলা মাঠে ইটের পরিবর্তে তিপল বিছানোর কথা বলেন।

তিনি বলেন, “এবার মাঠে ইট বিছানো হবে না। ত্রিপল বিছানো হবে। ইট বিছালে ২০-২৫ লাখ টাকা লাগবে। হয়ত কিছু পরে বিক্রি করা যায়। ত্রিপলে অত খরচ হবে না।”

সংবাদ সম্মেলনে উপস্থিত প্রকাশক রেহানা চৌধুরীসহ কয়েকজন প্রকাশক, জ্যেষ্ঠ সাংবাদিক শুকলাল দাশ এতে আপত্তি তোলেন। যে কোনো উপায়ে মেলার মাঠে ইট বিছানোর দাবি জানান তারা।

এই শুকনো মৌসুমে ধুলোবালির কারণে ক্রেতা, বয়স্ক ও শিশুরা ভোগান্তির স্বীকার হবে এবং বৃষ্টি হলে স্টল ক্ষতিগ্রস্ত হবে বলে প্রকাশকরা ইট বিছানোর দাবিতে অটল থাকেন।

তখন মেয়র রেজাউল বলেন, মেলা শুরুর আগে মাঝে মাত্র একদিন সময়ে মাঠে ইট বিছানো সম্ভবপর নয়।

তবে ধুলা যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হবে বলে জানান মেয়র।

এক লাখ দুই হাজার বর্গফুটের মাঠে এবার স্টল বরাদ্দ দেওয়া হয়েছে ১৪০টি, যা গতবারের চেয়ে ২০টি বেশি।

এবার ডাবল স্টল ৩২টি এবং সিঙ্গেল স্টল ৭৬টি। ঢাকা ও চট্টগ্রামের ১০৮টি প্রকাশনা সংস্থা এবারের মেলায় অংশ নিচ্ছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মেয়র রেজাউল বলেন, জঙ্গিবাদকে উৎসাহিত করে সেরকম কোনো বই মেলার স্টলগুলোতে রাখা যাবে না।

“মেলায় ধর্মীয় বই অবশ্যই থাকবে। কিন্তু ধর্মীয় বইয়ের নামে এমন কোনো বই, যা জঙ্গিবাদকে উৎসাহিত করে, তা রাখা যাবে না।”

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেয়র রেজাউল বলেন, “মেলায় জঙ্গিবাদ, মুক্তিযুদ্ধ, বাঙালি সংস্কৃতি, স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুর চেতনা বিরোধী কার্যক্রম ও গ্রন্থ প্রশ্রয় দেওয়া হবে না।”

পুরো মেলা সিসিটিভির আওতায় থাকবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে সিসিসির শিক্ষা স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি শাহ আলম নিপু, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক উপস্থিত ছিলেন।

বুধবার বিকালে মেলা উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

অন্যবারের মতো এবারও মেলায় শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রবীন্দ্র-নজরুল ও লোক সংগীত, নৃত্য, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও দেশাত্মবোধক গানের আয়োজন থাকবে।

এবারও একুশে সম্মাননা স্মারক পদক ও সাহিত্য পুরস্কার দেবে সিটি করপোরেশন।