Published : 20 Nov 2022, 01:41 AM
চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানার জ্যাকেট চুরির ঘটনায় তিন ব্যক্তিকে গ্রেপ্তারের পর সাড়ে ৮০০টি জ্যাকেটও উদ্ধার করেছে পুলিশ।
ঢাকার বনশ্রী থেকে গত শুক্রবার জ্যাকেটগুলো উদ্ধার করা হয় বলে ইপিজেড থানার ওসি আব্দুল করিম জানান।
গ্রেপ্তাররা হলেন- কামরুল হুদা ওরফে রুবেল (৩৮), মো. হোসেন ওরফে রানা (২৪) ও মো. শাকিল (২২)।
এদের মধ্যে কামরুল একসময় কারখানাটির শ্রমিক ছিলেন; বাকি দুজন পেশাদার চোর বলে পুলিশের ভাষ্য।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি জানান, ৭ নভেম্বর এক হাজার ৩০০টি জ্যাকেট চুরির বিষয়ে ইপিজেডের ৮ নম্বর সেক্টরে কোরিয়ান মালিকানাধীন জিএইচ হেওয়ে কোম্পানি মামলা করে।
“মামলার তদন্ত করতে গিয়ে শুক্রবার নগরীর খুলশী থানা এলাকা থেকে কামরুলকে ও বন্দর থানা এলাকা থেকে রানা এবং শাকিলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে ঢাকার বনশ্রী এলাকার একটি গুদাম থেকে সাড়ে ৮০০টি জ্যাকেট উদ্ধার কর হয়।”
ঘটনার বর্ণনা দিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, কারখানায় কাজ করার সুবাদে ভেতরের অনেক কিছুই কামরুলের পরিচিত ছিল।
“গত ৬ নভেম্বর রাতে সে রানা ও শাকিলকে নিয়ে কারখানা এলাকায় যায়। তারা গ্রিল কেটে কারখানায় প্রবেশ করে জ্যাকেটগুলো নিচে ফেলে।”
পরদিন একটি বাসে করে সেগুলো বের করে নিয়ে যায় বলে ওসির ভাষ্য।
বাকি জ্যাকেট উদ্ধারে তাদের জিজ্ঞাসাবাদে পাঁচ দিন রিমান্ড চাওয়া হয়েছে বলে জানান তিনি।