চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ বিভাগে শিক্ষক নিয়োগ স্থগিত চায় ইউজিসি

উপাচার্য ঢাকা থেকে ফিরে এ বিষয়ে কথা বলবেন, জানান উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2024, 04:21 PM
Updated : 3 Jan 2024, 04:21 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া স্থগিত করতে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

বুধবার ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত চিঠিতে এ অনুরোধ করা হয়।

চিঠিতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আইন যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে উল্লেখ করা হয়েছে।

ইউজিসির এ চিঠি পাওয়ার কথা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নুর আহমদ বলেন, এ বিষয়ে দাপ্তরিক কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে বলেছেন, উপাচার্য ঢাকা থেকে ফিরে এ বিষয়ে কথা বলবেন।

বিশ্ববিদ্যালয়ের আইন-৯ না মানায় বাংলা ও আইন বিভাগে শিক্ষক নিয়োগের কার্যক্রম স্থগিতের জন্য অনুরোধ করা হয়েছে এই চিঠিতে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গৃহীত ব্যবস্থা কমিশনের কাছে লিখিতভাবে জানানোর কথাও বলা হয়েছে চিঠিতে।

বিশ্ববিদ্যালয়ের আইন-৯ অনুযায়ী শিক্ষক নিয়োগ দিতে হলে প্রথমে বিভাগের পরিকল্পনা কমিটির সভায় অনুমোদন করতে হয়। পরে বিভাগের সভাপতি শিক্ষকের চাহিদা রেজিস্ট্রারকে জানালে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হয়।

এ আইন না মেনেই গত বছরের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত আইন বিভাগের শিক্ষক নিয়োগের সাক্ষাৎকার নেওয়া হয়। পরের দিন বাংলা বিভাগের সাক্ষাৎকার হওয়ার কথা থাকলেও শিক্ষক সমিতির আন্দোলনের কারণে তা হয়নি।

এ দুই নিয়োগ নিয়ে সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়।