পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস মিল্টনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
Published : 22 Mar 2023, 06:22 PM
চট্টগ্রামের সীতাকুণ্ডে মাইক্রোবাসের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মিল্টন নাথ (৩৫) ওই এলাকার বাসিন্দা।
স্বজনদের বরাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক জানান, চাম্পা স্টিল মিল গেইটের অদূরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাস মিল্টনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
মিল্টনের বাড়ি একই এলাকায় জানিয়ে তিনি বলেন, গুরুতর আহত মিল্টনকে তার পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।