টাকা নিয়ে বিবাদে এই হত্যাকাণ্ড ঘটেছে।
Published : 30 Jun 2023, 02:57 PM
চট্টগ্রামের চন্দনাইশে পাওনা টাকার বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন এক ব্যক্তি।
শুক্রবার সকালে উপজেলার দোহাজারি পৌরসভার ৩ নং ওয়ার্ডের ফুলতলা ছগির পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ব্যক্তির নাম মো. মুছা (৫৫), তিনি ওই এলাকার বাসিন্দা।
চন্দনাইশ থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে নিজেদের বাড়িতে টাকা পয়সা নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া বাঁধে। এসময় ছোট ভাই আব্দুল বায়েজ বড় ভাই মুছাকে ছুরিকাহত করে পালিয়ে যায়।"
আহত মুছাকে দোহাজারি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে ওসি জানান।