তাদের কাছ থেকে কেরোসিন ও মশাল উদ্ধার করার কথা জানিয়েছে পুলিশ।
Published : 19 Nov 2023, 11:03 PM
চট্টগ্রামে নাশকতার অভিযোগে এক বিএনপি নেতাসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
রোববার সন্ধ্যায় ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি ফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার দুজন হলেন- নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও কর্মী মাঈনুদ্দীন মানিক।
ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাম্বুরি ফিল্ড এলাকায় বিএনপি কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়েছিল। এ সময় পুলিশ ধাওয়া করে তাদের দুজনকে আটক করে।
তাদের কাছ থেকে কেরোসিন ও মশাল উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
তবে চট্টগ্রাম নগর বিএনপির দপ্তর সেলের দায়িত্বে থাকা ইদ্রিস আলী বলেন, হরতালের সমর্থনে আগ্রাবাদ বিএনপি মিছিলের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয় ছাত্রলীগ কর্মীরা তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।
বিএনপির অভিযোগ অস্বীকার করে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিএনপি নেতাকর্মীরা আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল সড়কে পার্কিং করে রাখা সিটি বাসে আগুন দেয়ার চেষ্টা করেছিল।”
তখন ডবলমুরিং থানা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধরে পুলিশে তুলে দেয় বলে দাবি ছাত্রলীগ নেতা দস্তগীরের।