চট্টগ্রামের বাঁশখালীতে এক বিক্রয় প্রতিনিধি ছুরিকাঘাতে খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার গণ্ডামারা ব্রিজ এলাকায় মঙ্গলবার রাতে দুদু মিয়া (৩৮) নামে কোহিনূর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের (তিব্বত) বিক্রয় প্রতিনিধিকে ছুরিকাঘাত করা হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পর তিনি মারা যান।
তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে উপজেলায়। চাকরির সুবাদে তিনি থাকতেন বাঁশখালী উপজেলার চাম্বল বাজারে।
বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পণ্যের অর্ডার নিয়ে দুদু মিয়া রাতে চাম্বল এলাকায় নিজের ঘরে ফিরছিলেন। এসময় গণ্ডামারা ব্রিজের কাছে তাকে ছুরিকাঘাত করা হয়।
“রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার অল্প সময়ের মধ্যেই তিনি মারা যান।”
ওই পুলিশ কর্মকর্ত বলেন, হত্যার ঘটনায় জড়িত কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান চলছে। দুদু মিয়ার মোবাইল, ব্যাগ কিছুই খোয়া যায়নি। সেখান থেকে আমদের ধারণা ছিনতাইয়ের কারণে তাকে খুন করা হয়নি।
পূর্ব পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে কি না সেটি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান পরিদর্শক সুমন।