বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে।
Published : 12 Apr 2024, 05:57 PM
চট্টগ্রামের পটিয়ায় বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার মনসা বাদামতল এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আব্দুল্লাহ আল মামুন (২২) ও এমরান (১৬)। তারা বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডীর বাসিন্দা।
পটিয়া হাইওয়ে থানার ওসি তৌফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা সাড়ে ৪টার দিকে শহরের দিকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
“এতে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।”
দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি তৌফিকুল।