নতুন শাবকটিসহ এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট পাঁচটি ক্যাঙ্গারু হল।
Published : 11 Apr 2023, 07:42 PM
হল্যান্ড থেকে চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা একটি ক্যাঙ্গারু বাচ্চা দিয়েছে।
চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর শাহাদাত হোসেন শুভ মঙ্গলবার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবারই তারা একটি ক্যাঙ্গারুর থলেতে বাচ্চা দেখতে পান।
“মেয়ে ক্যাঙ্গারুর পেটের সঙ্গে একটি থলে থাকে। সেখানে তারা বাচ্চা বহন করে চলে। বাচ্চা দানের পর বেশ কিছুদিন মায়ের পেটের থলিতেই থাকে।”
নতুন শাবকটিসহ এ নিয়ে চট্টগ্রাম চিড়িয়াখানায় মোট পাঁচটি ক্যাঙ্গারু হল বলে জানান ডেপুটি কিউরেটর।
নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে সিংহ, ক্যাঙ্গারু, লামা, ওয়াইল্ড বিস্ট, ম্যাকাও পাখি কেনার প্রকল্প হাতে নেয় চট্টগ্রাম চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে প্রথম দফায় গত ২১ অক্টোবর হল্যান্ড থেকে ছয়টি করে ক্যাঙ্গারু ও লামা আনা হয়।
দ্বিতীয় দফায় ফেব্রুয়ারিতে ম্যাকাও পাখি এবং সর্বশেষ গত ১৬ মার্চ রাতে আফ্রিকা থেকে থেকে এক জোড়া সিংহ ও চার জোড়া ওয়াইল্ড বিস্ট চট্টগ্রাম চিড়িয়াখানায় আনা হয়।
২১ অক্টোবর প্রথম দফায় আনা ছয়টি ক্যাঙ্গারুর একটি ১৫ দিনের কোয়ারেন্টিনে থাকা অবস্থায় এবং আরেকটি পরে মারা যায়।