প্রধান উপদেষ্টা বরাবর লেখা ওই স্মারকলিপি চট্টগ্রামের জেলা প্রশাসকের হাতে তুলে দেন সনাতন জাগরণ মঞ্চের সদস্যরা।
Published : 03 Nov 2024, 08:59 PM
জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের আরেকটি পতাকা টাঙানোর অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাশ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন মঞ্চের সংগঠকরা।
প্রধান উপদেষ্টা বরাবর লেখা ওই স্মারকলিপি রোববার চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের কাছে তুলে দেন তারা।
স্মারকলিপিতে বলা হয়, “গত ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘী মাঠে সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ গণজমায়েতকে প্রশ্নবিদ্ধ ও বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অশুভ উদ্দেশ্যে জাতীয় পতাকার কথিত অবমাননার অভিযোগে ভিত্তিহীন ও বানোয়াট মামলাটি করা হয়েছে।”
মামলা করার ক্ষেত্রে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ হয়নি বলেও অভিযোগ করেছে সনাতন জাগরণ মঞ্চ।
মঞ্চের অন্যতম সংগঠক স্বতন্ত্র গৌরাঙ্গ দাশ ব্রহ্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা জেলা প্রশাসককে বলেছি- বাইরের কেউ যাতে দেশ নিয়ে মাথা ঘামাতে না পারে এবং হিন্দুদের মিসগাইড করতে না পারে, সে জন্য সাধুসন্তরা দায়িত্ব নিয়েছি, যারা দেশ ছেড়ে কখনও যাবে না।
“সাধুসন্ত ও ধর্মীয় গুরুরা দায়িত্ব নেওয়ার কারণ হচ্ছে বিদেশি কোনো শক্তি বা দেশের কোনো অপশক্তি হিন্দুদের ব্যবহার করে রাষ্ট্রকে বিব্রত করতে না পারে।”
চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে জাতীয় পতাকার ওপর গেরুয়া রঙের আরেকটি পাতাকা টাঙানোর অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে গত বুধবার রাতে নগরীর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ খান নামে এক ব্যক্তি। ফিরোজ নগরীর ৫ নম্বর মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।
দলীয় সিদ্ধান্ত ছাড়া ব্যক্তিগতভাবে এ মামলা করার দায়ে বিএনপি ইতোমধ্যে ফিরোজ খানকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে।
এদিকে ওই মামলা প্রত্যাহারের দাবিতে শুক্রবার চট্টগ্রামসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করে সনাতন জাগরণ মঞ্চ। ওই সমাবেশ থেকে রোববার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের কর্মসুচি ছিল তাদের।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন অজপানন্দ ব্রহ্মচারী, পরিতাষানন্দ ব্রহ্মচারী, সোমনাথ চৈতন্য রুদ্রাক্ষ।
পুরনো খবর-
পতাকাকাণ্ড: সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্রসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
চট্টগ্রামে রাষ্ট্রদ্রোহ মামলার বাদীকে বিএনপি থেকে অব্যাহতি
'রাষ্ট্রদ্রোহ মামলা': ৬৪ জেলায় বিক্ষোভের ডাক সনাতন জাগরণ মঞ্চের
তারা চায় ঔপনিবেশিক শক্তি আসুক: সনাতন মঞ্চ