Published : 14 Nov 2024, 06:36 PM
করাচি থেকে ৩৭০টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে সোমবার এসেছিল একটি জাহাজ; যাকে বলা হচ্ছে পাকিস্তান থেকে সরাসরি আসা প্রথম জাহাজ।
পানামার পতাকাবাহী জাহাজ ‘ইউয়ান শিয়াং ফা ঝাং’ সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে আসে করাচি হয়ে।
জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট রিজেন্সা লাইন্স লিমিটেড বলছে, দুবাই থেকে রওনা দিলেও পাকিস্তান থেকে সরাসরি বাংলাদেশে জাহাজ আসার ঘটনা এটিই প্রথম।
চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৮০ মিটার দৈর্ঘ্যের ও ৩০ মিটার প্রস্থের পানামার পতাকাবাহী জাহাজটি দুবাই থেকে করাচি বন্দর হয়ে সেখান থেকে কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দর এসেছে। কন্টেইনার খালাসের পর মঙ্গলবার জাহাজটি বন্দর ত্যাগ করে।”
জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে নতুন করে কন্টেইনার বোঝাই করে ইন্দোনেশিয়ার পথে যাত্রা করে বলেও জানান তিনি।
রিজেন্সা লাইন্সের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহাজটি করাচি থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে এসে ৩৭০ টিইইউ (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) কন্টেইনার খালাস এবং রপ্তানি পণ্যবাহী ৩১৯ টিইইউ কন্টেইনার বোঝাই করেছে।”
জাহাজ ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা জানান, আগেও পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশে পণ্য এসেছে। কিন্তু তা আসত শ্রীলঙ্কার কলম্বো বন্দর হয়ে। সে হিসেবে স্বাধীনতার পর বাংলাদেশে প্রথমবারের মতো পাকিস্তান থেকে কোনো জাহাজ কন্টেইনার বা পণ্য নিয়ে সরাসরি এলো।
সাধারণত পাকিস্তান থেকে র কটন, ইলেকট্রিকলে পণ্য, ফ্রুটস, ফেব্রিক্সসহ বিভিন্ন পণ্য সমুদ্রপথে আমদানি হয়ে থাকে। কিন্তু অতীতে তা কখনো আলোচনায় আসেনি। জাহাজটিতে করে কী পণ্য এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে করাচি থেকে প্রথমবারের মতো সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ আসার বিষয়টি ফেইসবুক পোস্টে তুলে ধরেছে ঢাকায় পাকিস্তান হাই কমিশন।
সেখানে বলা হয়, করাচি থেকে প্রথম একটি কার্গো ভ্যাসেল চট্টগ্রাম বন্দরে এসেছে, যা দুই দেশের মধ্যে প্রথম সরাসরি সামুদ্রিক সংযোগ।
এটি পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ব্যবসায়িক সর্ম্পক বৃদ্ধির একটি বড় পদক্ষেপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ।
তিনি বলেন, “এ উদ্যোগ শুধু বিদ্যমান বাণিজ্য প্রক্রিয়া বাড়াবে না, ক্ষুদ্র থেকে শুরু করে বড় ব্যবসায়ীদের ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে নতুন ক্ষেত্র তৈরি করবে।”