বন্ধ হওয়া সি-প্লাস টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ পরিবেশন করে আসছিল।
Published : 25 Jun 2023, 11:04 PM
জাতীয় সম্প্রচার নীতিমালা অমান্য করে সংবাদ প্রচার করায় চট্টগ্রামের তিনটি আইপি টিভি ও একটি অনলাইন পোর্টালের কার্যক্রম বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।
রোববার দুপুর থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় এসব আইপি টিভি, অনলাইন নিউজ পোর্টাল, অনলাইন টিভির কার্যালয়ে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদ ও হিমাদ্রী খীসা।
বন্ধ করা অনলাইন ও আইপি টিভিগুলো হল- সি-প্লাস টিভি, সি-ভিশন টিভি, দৈনিক অর্থনীতি ও টোয়েন্টিফোর টিভি। এর মধ্যে সি-প্লাস টিভি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় সংবাদ পরিবেশন করে আসছিল।
এ বিষয়ে এহসান মুরাদ বলেন, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (২০২০ সালে সংশোধিত) লঙ্ঘন করে গড়ে ওঠা ‘ভুঁইফোড়’ এসব অনলাইন সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের টিভি-২ শাখার নির্দেশনা অনুযায়ী অভিযান চালানো হয়।
“অনলাইন চ্যানেল/টিভি, পোর্টাল-ব্লগের তথ্য-উপাত্ত, কনটেন্ট প্রচার, প্রকাশ ও সম্প্রচারের ক্ষেত্রে দ্য সেন্সরশিপ অব ফিল্মস আইন ১৯৬৩, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬, বাংলাদেশ টেলিযোগাযোগ আইন ২০০১, কপিরাইট, ট্রেডমার্কস, প্যাটেন্টস ডিজাইনসহ দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন-বিধি বিধান লঙ্ঘন করে আসছিল তারা।”
জেলা প্রশাসন থেকে জানানো হয়, অনিবন্ধিত এসব আইপি টিভি এবং ইউটিউব চ্যানেলে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কৌশলে সংবাদ প্রচার করছিল।
‘অনুমোদনহীন’ টোয়েন্টিফোর টিভি’র কার্যালয়ে অভিযানের সময় বিপুল পরিমাণ ভেজাল মশলা, ভেজাল ভোজ্য তেল, ভেজাল হেয়ার অয়েল ও ভেজাল মধু পাওয়া যায় গেছে বলে জেলা প্রশাসন জানিয়েছে।
চট্টগ্রামে অন্যান্য অনিবন্ধিত ও অবৈধ অনলাইন টিভি চ্যানেলগুলো বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ।