এ মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
Published : 25 Oct 2023, 12:06 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রলীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে এক কিশোরের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে।
শনিবার জোরারগঞ্জ থানায় নিহত কিশোর জাহিদ হোসেন রুমনের মা খালেদা আক্তার বাদি হয়ে মামলটি করেছেন।
মামলায় প্রধান আসামি করা হয়েছে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্ববায়ক ও মীরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে।
বিএনপি নেতা নুরুল আমিনসহ মামলায় মোট ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে বলে জানান জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি বলেন, এ মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে পুলিশ কাজ করছে।
শুক্রবার বিকালে মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার ওসমানপুর ইউনিয়নে আগামী ৫ অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত বিএনপির রোডমার্চ সফল করতে বিএনপি নেতা নুরুল আমিনের বাড়িতে প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।
সভা শেষে বিএনপি কর্মীরা মিছিল করে বাজারে দিকে আসলে স্থানীয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে যায়। এসময় জাহিদ হোসেন রুমন নিহত হয়।
রুমনের মৃত্যুর পর ছাত্রলীগ ও বিএনপি উভয়ই তাকে নিজেদের কর্মী দাবি করে। তবে পুলিশ বলছে, বিষয়টি তদন্ত করে দেখতে হবে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)