সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
Published : 12 Sep 2024, 02:44 PM
ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বান্দরবানের এক কিশোরের মৃত্যু হয়েছে।
সবশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে ৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদুর রহমান নয়ন নামের ১৬ বছর বয়সী ওই কিশোরের মৃত্যু হয়।
নয়ন এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোমে আক্রান্ত হয়ে মারা গেছেন বলেন প্রতিবেদনে জানানো হয়।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় তিনদিনে ডেঙ্গু আক্রান্ত তিনজনের মৃত্যু হল। এর আগে সোমবার চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় দুই নারী মারা যান। তাদের মধ্যে একজন নগরীর, অন্যজন কক্সবাজার জেলার বাসিন্দা ছিলেন।
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বুধবার জেলায় মোট ৩৪ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার আগে মঙ্গলবার ১৬ জন এবং সোমবার নতুন ১২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল।
সবমিলিয়ে চলতি সেপ্টেম্বর মাসের প্রথম ১১ দিনে জেলায় মোট ১৬৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এরমধ্যে ১১৫ জন নগরীর এবং ৫১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চলতি মাসে এ পর্যন্ত ৫ জন ডেঙ্গু রোগী মারা গেছেন চট্টগ্রাম জেলায়, যা চলতি বছরের মধ্যে কোন এক মাসে সর্বোচ্চ।