তার সঙ্গে স্বামী পরিচয়ে হোটেলে ওঠা পুরুষের খোঁজ পাওয়া যায়নি, বলেন চান্দগাঁও থানার পরিদর্শক তদন্ত।
Published : 21 Oct 2024, 12:01 AM
চট্টগ্রামে একটি আবাসিক হোটেল থেকে এক নারীর ‘গলায় ওড়না পেঁচানো’ লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সন্ধ্যায় নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড়ের হোটেল গুলজার নামের আবাসিক হোটেল থেকে উদ্ধার করা নারীর নাম প্রাথমিকভাবে ঝুমুর বলে জানতে পেরেছে পুলিশ। তবে তার বিস্তারিত পরিচয় জানতে পারেনি।
ওই নারীর আনুমানিক বয়স ৪৫।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয়ে ঝুমুর এক পুরুষের সঙ্গে হোটেলে উঠেছিরেন। পরদিন রুম থেকে সাড়াশব্দ না পেয়ে সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়।
"পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙে বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে তার সাথে স্বামী পরিচয়ে হোটেলে ওঠা পুরুষটির খোঁজ পাওয়া যায়নি।"
প্রাথমিকভাবে মনে হচ্ছে ঝুমুরকে শ্বাসরোধ করে খুন করে লাশ ফেলে পালিয়ে গেছে পুরুষটি, বলেন ওই পুলিশ কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।