খুন করে সেখানে লাশ ফেলা হতে পারে বলে পুলিশের ধারণা।
Published : 03 Oct 2024, 06:09 PM
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একটি টিলার ঝোপ থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার বৈরাগ ইউনিয়নের একটি টিলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
ওই নারীকে খুন করে লাশ টিলার ঝোপে ফেলে রাখা হতে পারে বলে পুলিশের ধারণা।
আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। আনুমানিক ৩৪ বছর বয়সী এ নারীর পরিচয় শনাক্ত করতে পারেনি স্থানীয়রা।
“আমাদের ধারণা, ওই নারীকে খুন করে লাশ সেখানে নিয়ে ফেলা হয়েছে। না হয় সেখানে কেউ যাওয়ার কথা না।”
ওসি মনির বলেন, সম্ভবত দুই থেকে তিন দিন আগে ওই নারীর মৃত্যু হয়েছে। লাশের কিছু অংশ শেয়ালে খেয়ে ফেলেছে; যার কারণে সুরতহালে মৃত্যুর কারণটি নিশ্চিত করা যায়নি।
লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মৃতদেহ চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।