Published : 26 Apr 2024, 10:45 PM
বাংলাদেশ মেরিন একাডেমির সদ্য সাবেক কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী সাজিদ হোসেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম অ্যামবাসেডর পদে পুনঃনিয়োগ পেয়েছেন।
সাজিদ হোসেন শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৩ এপ্রিলে লন্ডনে আইএমও সদর দপ্তরে সংস্থার মহাসচিব আর্সেনিও ডোমিংগুয়েজ আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ দেন।
বিশ্বজুড়ে আইএমও গুডউইল মেরিটাইম অ্যামব্যাসেডর (আইএমওজিএমএ) হিসাবে নিয়োগ পাওয়া ২৯ জন অ্যামব্যাসেডরের মধ্যে সাজিদ হোসেন একজন।
২০১৬ সাল থেকে আইএমও-এর একজন মেরিটাইম অ্যামব্যাসেডর হিসাবে দায়িত্ব পালন করে আসছেন সাজিদ। এবার ইনস্টিটিউট অব মেরিন ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইমারেস্ট লন্ডন) মনোনয়নে তাকে আরো দুই বছরের জন্য অ্যামব্যাসেডর হিসেবে নিয়োগ দিল আইএমও।
সাজিদ হোসেন ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৪ বছর বাংলাদেশ মেরিন একাডেমির (চট্টগ্রাম) কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
দীর্ঘদিন সুইডেনের ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির বোর্ড অব গভর্নর্সের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। গতবছর তিনি ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটির আউটস্ট্যান্ডিং অ্যালুমনাস অ্যাওয়ার্ড-২০২৩ এ ভূষিত হন।
২০১২ সনে এ পুরস্কার প্রবর্তনের পর থেকে ১৬ জন পুরস্কারটি পেয়েছেন, তাদের মধ্যে একমাত্র বাংলাদেশি সাজিদ হোসেন।
পুরনো খবর:
আউটস্ট্যান্ডিং অ্যালুমনাস পুরস্কার পেলেন মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ